ঢালিউড
কলকাতা উৎসবে বাংলাদেশের ‘নোনা পানি’

‘নোনা পানি’র দৃশ্য (ছবি: বেঙ্গল ক্রিয়েশনস)
কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৯তম আসরে নেটপ্যাক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলো সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। বাংলাদেশের সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের ‘এশিয়া সিলেক্ট’ শাখায়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের আয়োজনে কলকাতায় আগামী ৫ ডিসেম্বর মর্যাদাপূর্ণ উৎসবটির পর্দা উঠবে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর যাপিত জীবনের গল্প বলা হয়েছে ‘নোনা পানি’তে। পরিচালক সৈয়দা নিগার বানুর আশা, সুন্দরবন সংলগ্ন সাধারণ মানুষের গল্প দেশ-বিদেশের দর্শকদের মন ছুঁয়ে যাবে। তিনিই এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন।

‘নোনা পানি’র দৃশ্য (ছবি: বেঙ্গল ক্রিয়েশনস)
‘নোনা পানি’র গল্পে দেখা যাবে, আইলার শিকার রোম্বা স্বামী পরিত্যক্তা ও মা। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে সে নিজের ছোট ছেলে সোহাগকে নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় বটখালি গ্রামে চলে আসে। তার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা। গ্রামের মেয়েদের নাক-কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাই রেডিওতে মগ্ন থাকে। নানান ভাষা ও সুরের মাধ্যমে পৃথিবীর সঙ্গে সখ্য গড়ে তোলে সে। তবে দশপাই নারী নাকি পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। অন্যদিকে যাত্রাদলের কৃষ্ণার কণ্ঠ সুরেলা হলেও শরীরটা মোটেও আকর্ষণীয় নয়। পুশ-আপ অন্তর্বাস পরে একসময় নায়িকা হয়ে যায় সে।

‘নোনা পানি’র দৃশ্য (ছবি: বেঙ্গল ক্রিয়েশনস)
‘নোনা পানি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, বিলকিস বানু, রাকিবুল হক রিপন, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। বাড়োয়ারিয়া, ডুমুরিয়া, মংলা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনায় শুটিং হয়েছে। চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরায়েশী, সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল।
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ব্যানারে ‘নোনা পানি’ প্রযোজনা করেছেন আবুল খায়ের লিটু, সহ-প্রযোজনায় লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল ক্রিয়েশনসের পরিবেশনায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির পরিবেশনা সমন্বয় করছেন নির্মাতা খন্দকার সুমন।
২ ঘণ্টা ৫ মিনিটের এই সিনেমায় গান গেয়েছেন রেহানা আকতার জ্যোতি, আবু বকর সিদ্দিকী, কাজী রিপন, রকিবা খান লুবা। সংগীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস