Connect with us

বলিউড

মণিপুরি নায়িকাকে বিয়ে করছেন রণদীপ হুদা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রণদীপ হুদা ও লিন লাইশ্রাম (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেতা রণদীপ হুদা গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। অভিনেত্রী-মডেল লিন লাইশ্রামের সঙ্গে ৪৭ বছর বয়সী এই তারকার প্রেমের সফল সমাপ্তি হতে চলেছে। আগামী ২৯ নভেম্বর উত্তর-পূর্ব ভারতের মণিপুরে কনের নিজ শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে রণদীপ ও লিন লাইশ্রাম একসঙ্গে হাজির হওয়ার পর তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো, তারা বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

সেই গুঞ্জনকে সত্যি করে দু’জনই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন। সেই সঙ্গে বিয়ের আমন্ত্রণপত্র শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কাছে দারুণ একটি খবর আছে।’ তাদের পোস্টে মন্তব্যের ঘরে শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং অনুরাগীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

লিন লাইশ্রাম ও রণদীপ হুদা (ছবি: ইনস্টাগ্রাম)

বিয়ের আমন্ত্রণপত্রে লেখা, “মহাভারত থেকে একটি পাতা নিয়েছি যেখানে অর্জুন মণিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। আমাদের দুই পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি। আমরা অনাবিল আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে আমাদের বিয়ে এবং তারপর মুম্বাইয়ে একটি সংবর্ধনা হবে। আমরা নতুন পথচলা শুরুর সময় দুটি সংস্কৃতির মিলনের জন্য সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই, যার জন্য আমরা চিরকাল ঋণী ও কৃতজ্ঞ। প্রেম ও আলোয় লিন ও রণদীপ।”

লিন লাইশ্রাম (ছবি: ইনস্টাগ্রাম)

লিন লাইশ্রাম মণিপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে বেড়ে উঠেছেন। তার আকর্ষণীয় সৌন্দর্য ও চমৎকার অভিনয়ের ভক্ত অনেকে। সর্বশেষ নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের ‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খানের রেস্তোরাঁর সহকর্মী প্রেমা চরিত্রে দেখা গেছে তাকে।

লিন লাইশ্রাম ও বিজয় ভার্মা (ছবি: ইনস্টাগ্রাম)

২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খান অভিনীত ওম কাপুরের বন্ধুর চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হন লিন লাইশ্রাম। এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর তিনি অভিনয় করেন ‘মেরি কম’ (প্রিয়াঙ্কা চোপড়া, ২০১৪), ‘আমরিকা’ (সুরজ শর্মা, ২০১৫), বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ (শহিদ কাপুর, ২০১৭), ‘অ্যাক্সোন’ (সায়নী গুপ্তা, ২০১৯) সিনেমায়।

রণদীপ হুদা ও লিন লাইশ্রাম (ছবি: ইনস্টাগ্রাম)

অন্যদিকে গত জুনে রণদীপ হুদা অভিনীত ‘সার্জেন্ট’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায়। এতে একজন পুলিশ সার্জেন্টের ভূমিকায় দেখা গেছে তাকে। ভারতের স্বাধীনতা সংগ্রামী ও সংস্কারক বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। এর নাম ‘স্বতন্ত্র বীর সাভারকার’। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ২৬ কেজি ওজন কমাতে হয়েছে তাকে। সেজন্য চার মাস প্রতিদিন ১টি খেজুর ও ১ গ্লাস দুধ ছাড়া আর কিছুই খাননি তিনি। তার হাতে এখন আরো আছে বলবিন্দর সিং জানজুয়া পরিচালিত ‘তেরা কেয়া হোগা লাভলি’ (ইলিয়েনা ডি’ক্রুজ)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ