নাটক
‘ফ্যামিলি ক্রাইসিস’ ফিরিয়ে আনছেন রাজ
‘ফ্যামিলি’ শব্দ দিয়ে বিভিন্ন ধারাবাহিক নাটকের নাম রাখার হিড়িক পড়েছে! মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর অভাবনীয় জনপ্রিয়তার সুবাদে এই চিত্রটা দেখা যাচ্ছে বলে ধারণা অনেকের।
‘ফ্যামিলি ক্রাইসিস’ শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকদের ব্যাপক কৌতূহল ছিল, কবে আবারও ফিরে আসবে ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্রগুলো। তাদের আবারও পর্দায় দেখতে উন্মুখ ভক্তরা। সবার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এবার ‘ফ্যামিলি ক্রাইসিস-রিলোডেড’ নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
তবে নির্মাতা উল্লেখ করেছেন, এটি ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর সিক্যুয়েল নয়। তিনি ‘ফ্যামিলি ক্রাইসিস’কে ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড় করিয়েছেন। ফলে নাম একই হলেও এবারের গল্প পুরোপুরি নতুন। আগের সব চরিত্র একই নামে ফিরছে। যেমন- শেফালি খালা (মনিরা মিঠু), সালমা ভাবি (রুনা খান), রুমা (শবনম ফারিয়া), ঝুমুর (সারিকা সাবাহ), রায়হান (শামীম হাসান সরকার), সুলতান (মুকিত জাকারিয়া), মোজাম্মেল (এমএনইউ রাজু), খলিল (শহীদুজ্জামান সেলিম), সায়েম (তামিম মৃধা)। এছাড়া কিছু নতুন চরিত্র আছে। এরমধ্যে উল্লেখযোগ্য- শামীমা নাজনীন, চমক (তানজিম হাসান অনিক), তুলি (রাইসা) ও কলি।
নতুন গল্পে দেখা যাবে, একটি পরিবারে কোনও পুত্রসন্তান নেই। তাদের চার মেয়ে। পুত্রসন্তান না থাকায় পরিবারে কিছু সংকট দেখা দেয়। সেসব জয় করার গল্পই ‘ফ্যামিলি ক্রাইসিস-রিলোডেড’। এটি চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।
পরিবারকেন্দ্রিক নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে আছেন কে এম সোহাগ রানা।
নাটকটির টাইটেল সং গেয়েছেন কণ্ঠশিল্পী ন্যানসি। এর কথা লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
‘ফ্যামিলি ক্রাইসিস-রিলোডেড’ প্রচারে আসার আগেই দর্শকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন। শিগগিরই প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার এটিএন বাংলায় রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ‘ফ্যামিলি ক্রাইসিস-রিলোডেড’। এরপর রাত ৯টা ১০ মিনিটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস