Connect with us

নাটক

বিশ্ব প্রতিবন্ধী দিবসে ‘আলো আমার আলো’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আলো আমার আলো’য় জ্যোতি সিনহা ও অপর্ণা বন্দনা (ছবি: তাহারা)

আলো নামের একটি পঙ্গু মেয়ের সত্যি গল্প নিয়ে তৈরি হলো ৪০ মিনিটের মুক্তদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আলো আমার আলো’। মানবিকতার টানাপড়েন নিয়ে এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন শুভাশিস সিনহা। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে বঙ্গ ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

‘আলো আমার আলো’র গল্পে দেখা যাবে, শহরজীবনে সম্পর্ক ও চাকরিসহ নিজের বিভিন্ন সমস্যা নিয়ে ফেসবুকে পোস্ট দেয় রূপা। এমন সময় তার মেসেঞ্জারে আসে আলোর টেক্সট। সে জানায়, তার দুঃখের কাছে পৃথিবীর অন্য সব দুঃখ তুচ্ছ। রূপা ও আলোর মধ্যে ভার্চুয়ালি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। আলোর করুণ গল্প শুনে রূপা ভুলে যায় নিজের যন্ত্রণা। তার কাছে তুচ্ছ মনে হয় নিজের সংকট। সে আলোর পাশে দাঁড়ায় ভার্চুয়ালি।

‘আলো আমার আলো’য় জ্যোতি সিনহা ও অপর্ণা বন্দনা (ছবি: তাহারা)

একদিন রূপা হাজির হয় আলোর সামনে। আলোকে সে আবৃত্তি শেখায়, বেড়াতে নিয়ে যায়। দুইজন মিলে জীবনে মুক্তির স্বাদ খুঁজে পায়। কিন্তু এরমধ্যে রূপার সংকটগুলো বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রূপা কি পারবে আলোর জীবনে প্রকৃত সহযাত্রী হয়ে থাকতে?

‘আলো আমার আলো’য় জ্যোতি সিনহা ও অপর্ণা বন্দনা (ছবি: তাহারা)

কাহিনিচিত্রটিতে রূপা চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। আলোর ভূমিকায় আছেন অপর্ণা বন্দনা। মূলত বন্দনার সত্যি গল্পই তুলে ধরা হয়েছে ‘আলো আমার আলো’য়। এতে আরো অভিনয় করেছেন মণি বড়ুয়া, বিলকিস বেগম, বিধান সিংহ, আমিনা ইসলাম মৌ, ড. সৌমিত্র সিংহ, শ্রাবন্তী সিনহা, সুজয়া সিনহা, অ্যানি সিনহা, সুশ্রী সিনহাসহ অনেকে। এতে গান গেয়েছেন শর্মিলা সিনহা ও ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। সংগীত পরিচালনায় ড. সাইম রানা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ