Connect with us

ছবি ও কথা

সৌদিতে কালো শাড়ি ও সাদা শার্টে ক্যাটরিনা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন সৌদি আরবের জেদ্দায়। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় আসরে বিশেষ কথোপকথনে ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। উৎসবে তোলা কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৪০ বছর বয়সী এই তারকা।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ক্যাটরিনা কাইফ।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ক্যাটরিনা কাইফ। তাকে ঘিরে উন্মাদনা ছড়িয়েছে জেদ্দায়।

গাড়ি থেকে নেমে ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

ফুল-স্লিভ ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে ঝলমলে লেগেছে ক্যাটরিনা কাইফকে।

খোলা চুলে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাটরিনা কাইফ।

উৎসবের বিশেষ আলাপচারিতায় ক্যাটরিনা নিজের আগামী সিনেমা ‘মেরি ক্রিসমাস’কে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বিজয় সেতুপতিকে অভূতপূর্ব অভিনেতা বলেছেন তিনি। হিন্দি ও তামিল ভাষায় সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’।

গত ১ ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিন লালগালিচায় হাজির হন ‘টাইগার থ্রি’র নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একদিন। চমৎকার একটি উৎসব দেখে দারুণ লেগেছে। এখান থেকে অনেক সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি।’

আমেরিকান সাময়িকী ভ্যানিটি ফেয়ার আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ শীর্ষক জমকালো অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ।

এবারের উৎসবে ৪১ জন নারী পরিচালকের সিনেমার প্রদর্শনী হচ্ছে। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর লালগালিচায় হাজির হয়ে জৌলুস ছড়িয়েছেন ক্যাটরিনা।

সাদা শার্ট ও কালো টাই এবং চকচকে রুপালি স্কার্টে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। তার মেঘঘন চুল ছিলো খোলা।

ক্যাটরিনা কাইফ মানেই যেন একরাশ মুগ্ধতা।

হলিউড অভিনেত্রী মিশেল রড্রিগেজ ও শ্যারন স্টোনের সঙ্গে ক্যাটরিনা কাইফ।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিডা পিন্টোর সঙ্গে ক্যাটরিনা কাইফ।

উৎসবের আয়োজক রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আল তুর্কির সঙ্গে ক্যাটরিনা। আয়োজকদের আতিথেয়তা ও অমায়িক বৈশিষ্ট্যের প্রশংসা করেছেন নায়িকা।

ছবি ও কথা

ভেনিসের ‘বেবিগার্ল’ নিকোল কিডম্যান

অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যানের নতুন সিনেমা ‘বেবিগার্ল’ ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মন জয় করেছে। গতকাল (৩০ আগস্ট) ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ছবিতে ছবিতে দেখুন ভেনিসে নিকোল কিডম্যানের বিভিন্ন মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় নিকোল কিডম্যান।

‘বেবিগার্ল’-এ নিউইয়র্কের একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে সন্তুষ্ট নন তিনি। অফিসের নতুন শিক্ষানবিশ স্যামুয়েলের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে ওঠে তার।

৫৭ বছর বয়সী এই তারকার উপস্থিতিতে আলোয় ভরে ওঠে উৎসব।

উৎসবে সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শকরা সাড়ে ৬ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। তখন পরিচালক হালিনা রাইনকে জড়িয়ে ধরেন নিকোল কিডম্যান। ‘বেবিগার্ল’ সিনেমায় স্যামুয়েল চরিত্রে হ্যারি ডিকিনসন এবং রোমির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন স্প্যানিশ তারকা আন্তোনিও বান্দেরাস। এছাড়া আছেন সোফি ওয়াইল্ড, এস্টার ম্যাকগ্রেগর।

‘বেবিগার্ল’ গতানুগতিক আর্ট-হাউস চলচ্চিত্র নয়। অসম বয়সী উদ্দাম প্রেমের গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন হালিনা রাইন। এতে নারীদের আকাঙ্ক্ষা ও অস্তিত্বের সংকটের পাশাপাশি তরুণ ও বয়স্কদের মধ্যে যৌনতাকে দেখার গভীর পার্থক্য তুলে ধরা হয়েছে।

ভেনিসের ফটোকলে নিকোল কিডম্যান।

(বাঁ থেকে) হ্যারি ডিকিনসন, নিকোল কিডম্যান, হালিনা রাইন, সোফি ওয়াইল্ড, স্প্যানিশ তারকা আন্তোনিও বান্দেরাস এবং প্রযোজক ডেভিড হিনোহোজা।

ভেনিস উৎসবে নিকোল কিডম্যানের উষ্ণ প্রেমের সিনেমা আগেও নির্বাচিত হয়েছে। ১৯৯৯ সালে স্ট্যানলি কুবরিক পরিচালিত ‘আইস ওয়াইড শাট’ ছিল উৎসবটির উদ্বোধনী সিনেমা। এতে টম ক্রুজের সঙ্গে বেশকিছু যৌন দৃশ্যে দেখা গেছে তাকে। ২০০৪ সালে নিকোল কিডম্যান অভিনীত ‘বার্থ’ ভেনিসে বিতর্কের জন্ম দেয়। কারণ জোনাথন গ্লেজারের পরিচালনায় এর একটি দৃশ্যে ১০ বছর বয়সী সহশিল্পী ক্যামেরন ব্রাইটের সঙ্গে স্নান করতে দেখা যায় নিকোল কিডম্যানকে।

আবার বড় পর্দার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে নার্ভাস ছিলেন নিকোল কিডম্যান। ভেনিসে সংবাদ সম্মেলনে ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘নতুন সিনেমাটির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আমি খুব উদ্বিগ্ন। নিজেকে উন্মুক্ত ও অরক্ষিত মনে হচ্ছে।’

ভেনিসের সংবাদ সম্মেলনে নিকোল কিডম্যান।

এবারের আসরের অফিসিয়াল পোস্টারের সামনে নিকোল কিডম্যান।

২০০২ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ‘বেবিগার্ল’ তাকে আবার অস্কারে মনোনয়ন এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ১ ঘণ্টা ৫৪ মিনিট দৈর্ঘ্যের ‘বেবিগার্ল’। তার আগে টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এর উত্তর আমেরিকান প্রিমিয়ার হবে। পরিবেশনায় এ২৪।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

গায়িকার বায়োপিক নিয়ে ভেনিসে নায়িকা জোলি

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে নিজের নতুন সিনেমা ‘মারিয়া’ নিয়ে হাজির হলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। মূল প্রতিযোগিতা শাখায় স্বর্ণসিংহ পুরস্কারের জন্য লড়ছে আমেরিকান বংশোদ্ভুত গ্রিক অপেরা গায়িকা মারিয়া কালাসের এই বায়োপিক। ছবিতে ছবিতে দেখুন ভেনিসে ৪৯ বছর বয়সী জোলির বিভিন্ন মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় অ্যাঞ্জেলিনা জোলি।

‘মারিয়া’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। মারিয়া কালাসের জীবনের উত্থান-পতন তুলে ধরা হয়েছে সিনেমাটিতে, বিশেষ করে সত্তর দশকে প্যারিসে শেষ দিনগুলোতে যখন অ্যান্টি-অ্যাংজাইটি ড্রাগে আসক্ত ছিলেন তিনি। তার দুর্দান্ত কণ্ঠস্বরে সারাবিশ্বের শ্রোতারা মন্ত্রমুগ্ধ ছিলো। এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও জীবন সায়াহ্নে একাকী নির্জনে করুণভাবে কেটেছে তার। ১৯৭৭ সালে মারা যান তিনি। তখন তার বয়স হয়েছিলো ৫৩ বছর। এরপরই মূলত অপেরার আবেদন হারাতে থাকে।

কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া কালাস চরিত্রের জন্য সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জোলি। কীভাবে অপেরা গাইতে হয় সেসব শিখতে দীর্ঘ সময় লেগেছে তার। মিলানের বিখ্যাত লা স্কালা অপেরা হাউসের এর শুটিং হয়েছে।

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় অ্যাঞ্জেলিনা জোলি।

‘মারিয়া’ পরিচালনা করেছেন চিলির পাবলো লারাইন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির স্ত্রী জ্যাকলিন কেনেডির বায়োপিক ‘জ্যাকি’ (২০১৬) ও প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’ (২০২১) সিনেমা দুটি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এরমধ্যে ‘স্পেন্সার’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। পাবলো লারাইনের আশা, ‘মারিয়া’ সিনেমার মাধ্যমে অপেরার প্রতি নতুন প্রজন্মের শ্রোতাদের আগ্রহ তৈরি হবে।

গত ২৯ আগস্ট ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্রান্দে থিয়েটারে ‘মারিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনা জোলি।

‘মারিয়া’র প্রদর্শনী শেষে দর্শকরা টানা আট মিনিট দাঁড়িয়ে সিনেমাটির কলাকুশলীদের অভিবাদন জানান।

উৎসবের ফটোকলে অ্যাঞ্জেলিনা জোলি।

ফটোকলে অ্যাঞ্জেলিনা জোলির চিরচেনা হাসি।

‘মারিয়া’র সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। এ নিয়ে খুব নার্ভাস ছিলাম।’

ক্যারিয়ারে ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এরমধ্যে ১৯৯৯ সালে ‘গার্ল ইন্টারাপ্টেড’ সিনেমার সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় অস্কার জিতেছেন তিনি। ‘মারিয়া’র সুবাদে দীর্ঘ ১৫ বছর পর আবার অস্কারে তার সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

২০২১ সালে ‘এটারনালস’ ছিল অ্যাঞ্জেলিনা জোলির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। চলতি বছরের শেষ ভাগে ‘মারিয়া’ আসবে নেটফ্লিক্সে।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

‘বিটলজুস বিটলজুস’ সিনেমার লালগালিচায় নজর কাড়লেন যারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ একছাদের নিচে নিয়ে এলো অনেক তারকাকে। ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে থিয়েটারে গত ২৮ আগস্ট রাতে প্রতিযোগিতার বাইরে ছিলো এর প্রদর্শনী। এর আগে লালগালিচা জমিয়ে তোলেন তারকারা। ছবিতে ছবিতে দেখে নিন সেসব মুহূর্ত।

নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ তারকা জেনা ওর্তেগা।

‘বিটলজুস বিটলজুস’ সিনেমার দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৫ মিনিট। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিটলজুস’-এর রিমেক এটি। ৩৬ বছর পর এলো দ্বিতীয় কিস্তি। প্রথম পর্বের মুখ্য চরিত্র লিডিয়ার মেয়ের চরিত্রে নতুন পর্বে অভিনয় করেছেন জেনা ওর্তেগা।

ভেনিসের লালগালিচায় আলো কেড়েছেন ২১ বছর বয়সী এই আমেরিকান তারকা।

ভেনিসের লালগালিচায় জেনা ওর্তেগা।

‘বিটলজুস বিটলজুস’ সিনেমায় লিডিয়া চরিত্রে আবার অভিনয় করেছেন উইনোনা রাইডার।

পর্দার মা-মেয়ে জেনা ওর্তেগা ও উইনোনা রাইডার।

৫২ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রীর হাসি নজর কেড়েছে।

বিটলজুস চরিত্রে ফিরেছেন আমেরিকান অভিনেতা মাইকেল কিটন।

‘বিটলজুস’ সিনেমার মতো সিক্যুয়েলেও ডিলিয়া চরিত্রে অভিনয় করেছেন কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী ক্যাথেরিন ও’হারা।

উদ্বোধনী অনুষ্ঠানের লালগালিচায় অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

৫৫ বছর বয়সী এই তারকার উপস্থিতি নজর কেড়েছে।

এবারের আসরে প্রতিযোগিতার বাইরে রয়েছে কেট ব্ল্যানচেটের নতুন ওয়েব সিরিজ ‘ডিসক্লেইমার’-এর প্রথম সাত পর্ব। অ্যাপল প্লাস টিভির জন্য এটি পরিচালনা করেছেন মেক্সিকোর আলফনসো কোয়ারন।

চীনা অভিনেত্রী জাং জিয়ি।

এবারের মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা। তাদের মধ্যমণি ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের (মাঝে)।

এবারের আসরে সম্মানসূচক স্বর্ণসিংহ পেয়েছেন আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার।

ফরাসি কমেডিয়ান ক্যামিল কোতাঁ ও আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার।

ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো ও ইতালিয়ান গায়িকা ক্লারা সোচিনি।

(বাঁ থেকে) ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবের্তো বারবেরা ও কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ