Connect with us

ওটিটি

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ জিতে কোটিপতি হওয়া এই নারীর ৫ তথ্য

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

নেটফ্লিক্সের ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজে বিজয়ী হলেন ২৮৭ নম্বর পোশাক পরা প্রতিযোগী মাই উইলান। ফলে রাতারাতি কোটপতি বনে গেছেন ৫৫ বছর বয়সী এই নারী। দক্ষিণ কোরিয়ার সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজ অবলম্বনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের তিন ফাইনালিস্ট (বাঁ থেকে) স্যাম লান্টজ ওয়েলস, মাই উইলান ও ফিল কেইন (ছবি: নেটফ্লিক্স)

গত ৬ ডিসেম্বর নেটফ্লিক্সে এসেছে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’-এর চূড়ান্ত পর্ব। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মাই উইলান, ফিল কেইন (৪৫১) ও স্যাম লান্টজ (০১৬)। সবশেষে ফিলকে রক পেপার সিজারস খেলায় হারিয়ে প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৪.৫৬ মিলিয়ন ডলার (৫০ কোটি ২০ লাখ টাকা) জিতেছেন মাই। রিয়েলিটি শোর ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঙ্কের নগদ পুরস্কার।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের তিন ফাইনালিস্ট (বাঁ থেকে) ফিল কেইন, মাই উইলান ও স্যাম লান্টজ ওয়েলস (ছবি: নেটফ্লিক্স)

গত জানুয়ারিতে ইংল্যান্ডের বেডফোর্ড শহরের কার্ডিংটন স্টুডিওসে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের শুটিং হয়েছে। গত ২২ নভেম্বর মুক্তি পায় এটি। প্রথম আসর শেষ হতেই দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স এবং প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও ল্যাম্বার্ট।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ বিজয়ী মাই উইলান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

ভিয়েতনামে জন্ম
১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে আট বছর বয়সে মা-বাবার সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন মাই উইলান। তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৮ বছর বয়সে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন তিনি। ১৯ বছর বয়সে তার কোলে আসে সন্তান। এরপর সিঙ্গেল মা হিসেবে দুই দশক চাকরি করে অবসরে যান তিনি।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

অভিবাসন বিচারক
মাই উইলান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে বসবাস করেন। নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে অভিবাসীদের নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হয়েছেন তিনি। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে তার কাজ হলো আমেরিকায় অন্য দেশের নাগরিকদের মধ্যে কারা অভিবাসন পাবেন সেই সিদ্ধান্ত নেওয়া।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মী
১৮ বছর বয়সে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন মাই উইলান। দুই দশক এই চাকরি করেছেন তিনি।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

সিঙ্গেল মা
মাত্র ১৯ বছর বয়সে প্রথম সন্তানের মা হন মাই উইলান। এ কারণে পরিবার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন একাকী অনেক কষ্ট করতে হয়েছে তাকে। তার দুই মেয়ে এবং ১২ বছরের এক নাতনি আছে।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের বিজয়ী মাই উইলান (ছবি: নেটফ্লিক্স)

পুরস্কার টাকা নিয়ে পরিকল্পনা
নেটফ্লিক্স থেকে ৪.৫৬ মিলিয়ন ডলার জিতলেও আয়কর বাদ দিয়ে মাই উইলান পেয়েছেন ২. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ৫৩ লাখ টাকা)। পুরস্কারের অর্থ দিয়ে ভার্জিনিয়ায় নিজের বাড়ি সংস্কার করার পরিকল্পনা আছে তার। এছাড়া নৌযানের জন্য ছোট আকারের ডক বানাবেন তিনি। বাকি টাকায় সুবিধাবঞ্চিত মানুষ, বিভিন্ন প্রাণী ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার পেছনে ব্যয় করতে চান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ