Connect with us

ঢালিউড

‘ওমর’: শুটিংয়ে নিষিদ্ধ ছবি-ভিডিও, থার্টি ফার্স্ট নাইটে আসছে ফার্স্ট লুক পোস্টার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু ও শরিফুল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমার পুরো শুটিং হয়ে গেছে। ডাবিংয়ের কাজও সম্পন্ন। এখন চলছে সম্পাদনা। শুটিং করার কথা আগেভাগে না জানানোর বিষয়টি ছিলো পরিকল্পিত। এজন্য শুটিংয়ে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যানার রাখা হয়েছিলো। ইউনিটের সবাই এটি মেনে চলেছেন।

শুটিংয়ে তোলা কয়েকটি স্থিরচিত্র আজ (২০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর থেকে টানা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ওমর’-এর শুটিং হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। এরপর কোনো একটি উৎসব উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে তার।

‘ওমর’ সিনেমার শুটিংয়ে তোলা স্থিরচিত্র (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

‘ওমর’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার সহশিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান ও এরফান মৃধা শিবলু। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম।

(পেছন থেকে সামনে) এরফান মৃধা শিবলু, শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

সম্প্রতি ‘ওমর’ সিনেমার প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়। এতে দেখা যায়, অন্ধকার রাতে সড়কে একটি গাড়ির হেডলাইট জ্বলছে। পুরো পোস্টার জুড়ে রহস্যের আবহ। এ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি একটু আলাদা ঘরানার অর্থাৎ রহস্য থ্রিলার। গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

‘ওমর’ সিনেমার থিম সং গেয়েছেন ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায়। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। ভারতের স্যাভির সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। ছয় বছর পর সিনেমার গানে পাওয়া যাবে তাকে। গানটির শিরোনাম ‘দুই নয়নের মণি’। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।

খোরশেদ আলম, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও শহীদুজ্জামান সেলিম (ছবি: সিনেমাওয়ালানিউজ)

‘ভাইরাল বেবি’ শিরোনামের একটি আইটেম গান গেয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের ঈশান মিত্র। ‘ভাইরাল বেবি’র সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের স্যাভি। তার সঙ্গে মিলে এটি লিখেছেন জনি হক। বড় পর্দায় গানটিতে ঠোঁট মেলাবেন একজন চিত্রনায়িকা। তবে তার নাম চমক হিসেবে রেখেছেন পরিচালক রাজ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাজু রাজ ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

‘ওমর’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। তার প্রথম সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ