Connect with us

সিনেমা হল

সব দেশের আগে বাংলাদেশে ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায় জেসন মোমোয়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

ডিসি কমিকসের সুপারহিরো অ্যাকোয়াম্যান পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছে। ২০১৮ সালে সাড়া জাগানো ‘অ্যাকোয়াম্যান’ সিনেমার সিক্যুয়েল ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ওয়ার্নার ব্রস পিকচার্সের পরিবেশনায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। তবে বাংলাদেশে আগেই চলে এসেছে এটি! স্টার সিনেপ্লেক্সে আজ (২০ ডিসেম্বর) থেকে উপভোগ করা যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই সিনেমা। আশা করা হচ্ছে, বছরের শীর্ষ ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নেবে এটি।

‘অ্যাকোয়াম্যান’ সিনেমায় অ্যাকশনের মোড়কে সাগরতলের বর্ণিল সৌন্দর্য দেখা যায়। এবারের পর্ব আরো বড় পরিসরে তৈরি হয়েছে। ২০ কোটি ডলার (২ হাজার ২৫০ কোটি টাকা) বাজেটে এটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। আগের সিনেমাতে একই দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ান এই নির্মাতা।

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায় জেসন মোমোয়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

২০১৬ সালে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ সিনেমায় অ্যাকোয়াম্যান ওরফে আর্থার কারির স্বল্প উপস্থিতি দেখা যায় প্রথম। সে নিজস্ব ক্ষমতায় সামুদ্রিক প্রাণীদের নিয়ন্ত্রণ করে। তার মায়ের রাজ্য আটলান্টিস। এরপর ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান এবং ফ্ল্যাশের পাশাপাশি অ্যাকোয়াম্যানের পূর্ণাঙ্গ উপস্থিতি দেখেছেন দর্শকেরা।

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায় জেসন মোমোয়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

নতুন সিনেমার মাধ্যমে ছয় বছর পর ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন বেন অ্যাফ্লেক। ‘অ্যাকোয়াম্যান’ সিনেমার অভিনয়শিল্পীদের প্রায় সবাই সিক্যুয়েলে ফিরেছেন। অ্যাকোয়াম্যান চরিত্রে যথারীতি অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’ তারকা জেসন মোমোয়া। ৪৪ বছর বয়সী এই অভিনেতার বিপরীতে উপস্থিত বুদ্ধিমতি মেরার ভূমিকায় আছেন অ্যাম্বার হার্ড। আর্থার কারির মা আটলানা চরিত্রে নিকোল কিডম্যান, আর্থারের বাবা টম কারি চরিত্রে টেমুয়েরা মরিসন, আর্থারের ভাই ওর্ম মারিয়াস চরিত্রে প্যাট্রিক উইলসন এবং ডেভিড কেন ওরফে ব্ল্যাক ম্যান্টার ভূমিকায় ইয়াহিয়া আবদুল-মতিন দ্বিতীয়, রাজা নেরিয়াস চরিত্রে ডলফ লান্ডগ্রেন এবং ড. স্টিফেন শিন চরিত্রে অভিনয় করেছেন রান্ডাল পার্ক।

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায় প্যাট্রিক উইলসন ও জেসন মোমোয়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের (ডিসিইইউ) ১৫তম ও শেষ কিস্তি ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’। অভিনয়ের পাশাপাশি জেমস ওয়ান, ডেভিড লেসলি জনসন-ম্যাকগোল্ডরিক ও টমাস পা’য়া সিবেটের সঙ্গে মিলে এর গল্প লিখেছেন জেসন মোমোয়া। ২ ঘণ্টা ৪ মিনিটের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ডিসি স্টুডিওস, জেমস ওয়ানের অ্যাটোমিক মনস্টার ও দ্য স্যাফরান কোম্পানি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ