ওয়ার্ল্ড সিনেমা
সিডনির অফিসিয়াল সিলেকশনে কামারের ‘অন্যদিন…’
অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’। আয়োজকদের আমন্ত্রণে তিনি ও প্রযোজক সারা আফরিন উৎসবে যোগ দেবেন। সিডনির ঐতিহ্যভুক্ত স্টেট থিয়েটারে আগামী ১৪ জুন স্থানীয় সময় বিকালে তাদের সিনেমার প্রদর্শনী হবে। এরপর ১৮ জুন দুপুরে ইভেন্ট সিনেমাসে দেখানো হবে এটি।
বুধবার (১১ মে) সকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের কর্মসূচি ঘোষণা করেছেন উৎসবটির পরিচালক ন্যাশেন মুডলি। এবারের আসরে ৬৪টিরও বেশি দেশের দুই শতাধিক ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে নির্বাচিত হয়েছে ‘অন্যদিন…’।
কামার আহমাদ সাইমনের প্রতিক্রিয়ায়, “যারা ‘শুনতে কি পাও!’ দেখেছেন তারা জানেন এটি ফিকশন ও নন-ফিকশন ঘরানার। সেই অর্থে ‘অন্যদিন…’ পুরোপুরি একটি হাইব্রিড সিনেমা। ভ্যারাইটির মার্তা বালাগার প্রশ্নের জবাবে বলেছিলাম, এটি শতভাগ ফিকশন এবং শতভাগ নন-ফিকশন।”
এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবের মধ্যে সিডনির আয়োজন অন্যতম। করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর ফের জুন মাসে স্বাভাবিকভাবে ফিরছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৮ জুন শুরু হয়ে উৎসবটি চলবে ১৯ জুন পর্যন্ত।
বাংলাদেশ, ফ্রান্স এবং নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ‘অন্যদিন…’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো গত বছরের নভেম্বরে, নেদারল্যান্ডসের আমস্টারডামের তুসিনস্কি থিয়েটারে। এর মাধ্যমে আমস্টারডামের ইডফা’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো আমন্ত্রণ পায় বাংলাদেশের কোনো সিনেমা। ইডফা’র ওয়েবসাইটে তখন ‘অন্যদিন…’কে বর্ণনা করা হয় ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলোসফিক্যাল’।
গত মার্চে নিউইয়র্কে অবস্থিত মিউজিয়াম অব মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে আমন্ত্রিত হয় ‘অন্যদিন…’। আলোচিত ১৮টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে নির্বাচিত হয়ে ‘অন্যদিন…’ তখন প্রদর্শিত হয় মমি’র রেডস্টোন থিয়েটারে। মমি’র ওয়েবসাইটে ‘অন্যদিন…’-এর সেগমেন্টকে ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে বর্ণনা করা হয়।
স্ক্রিন ডেইলি ছবিটির পর্যালোচনায় লিখেছে, ‘সিডাকটিভ।’ ভ্যারাইটি লিখেছে, ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেওয়া ছবি।’
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফঁদাসোর লা’তেলিয়ারে আমন্ত্রণ পায় ‘অন্যদিন…’। সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে এটি। ফলে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নির্মাতা হিসেবে কামার আহমাদ সাইমনকে পিয়াৎজা গ্রান্দায় সম্মাননা দেওয়া হয়।
শিগগিরই ‘অন্যদিন…’ সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রযোজক সারা আফরিন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস