Connect with us

ওটিটি

‘শাটিকাপ’ সিরিজের পর উত্তরবঙ্গের গল্প নিয়ে ‘সিন পাট’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সিন পাট’ সিরিজের দৃশ্য (ছবি: চরকি)

উত্তরবঙ্গের গল্প নিয়ে টান টান উত্তেজনায় ঠাসা সাত পর্বের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ দিয়ে দেশ-বিদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। ২০২২ সালের জানুয়ারিতে চরকিতে মুক্তি পায় এটি। এরপর থেকে তার পরবর্তী কাজের জন্য অপেক্ষায় আছেন দর্শক ও সমালোচকেরা।

দুই বছর পর আবার নতুন সিরিজ নিয়ে ফিরছেন রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম। তার এবারের সিরিজের নাম ‘সিন পাট’। এতে থাকছে উত্তরবঙ্গের খাঁটি দেশি গল্প। চরকিতে শিগগিরই আসবে এটি। গতকাল (২৯ ডিসেম্বর) রাতে ওটিটি প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে এই ঘোষণা দেওয়া হয়। এতে ‘শাটিকাপ’ ও ‘সিন পাট’ সিরিজের কয়েকটি দৃশ্য রয়েছে।

‘সিন পাট’ সিরিজের দৃশ্য (ছবি: চরকি)

আবার রাজশাহীর স্থানীয় প্রতিভাবানদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এর সুবিধা-অসুবিধা প্রসঙ্গে মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘আমার বাচ্চাকাল থেকেই নতুন মানুষদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। নতুনদের নিয়ে কাজ করলে নতুন কৌশল শেখা যায়। সেই সঙ্গে নতুন অভিজ্ঞতা হয়।’

মোহাম্মদ তাওকীর ইসলাম (ছবি: চরকি)

ভারতের দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে পড়ালেখা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। রাজশাহীতে বসেই স্থানীয় প্রতিভাবানদের নিয়ে ‘শাটিকাপ’ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার নতুন সিরিজে মূল চরিত্রে থাকছেন পুরোপুরি নতুন একজন অভিনয়শিল্পী।

‘সিন পাট’ সিরিজের দৃশ্য (ছবি: চরকি)

‘সিন পাট’ নামটি বেছে নেওয়ার কারণ জানিয়ে মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “সিরিজের নাম কী হবে সেই বিষয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিলো। হুট করে একদিন ‘সিন পাট’ নামটি সামনে আসে। এটি পাবনার নগরবাড়ীর স্থানীয় একটি শব্দ। এতে আমাদের কাজের প্রতিফলন রয়েছে।”

মোহাম্মদ তাওকীর ইসলাম (ছবি: চরকি)

মোহাম্মদ তাওকীর ইসলাম উল্লেখ করেছেন, ‘শাটিকাপ’ ও ‘সিন পাট’ দুই ধরনের কাজ। তার আশা, দর্শকেরা নতুন সিরিজটি দেখলেই এটা বুঝে যাবেন।

‘শাটিকাপ’ নির্মাণের পর জীবনে কী পরিবর্তন এসেছে জানতে চাইলে মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘অনেক নতুন বন্ধু পেয়েছি। মানুষ আমাদের চিনেছে। সেই সঙ্গে বেশ কিছু কাজের সুযোগ হয়েছে।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ