ওয়ার্ল্ড সিনেমা
২০২৩ সালে যাদের হারালাম
২০২৩ সালে চিরবিদায় নিয়েছেন দেশ-বিদেশের শোবিজের অনেক তারকা-শিল্পী। নিজেদের কর্মের মধ্য দিয়ে স্মৃতিতে অমর হয়ে থাকবেন তাঁরা। বছরের শেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের।
বাংলাদেশ
অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুক (১৫ মে), পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী (১৮ সেপ্টেম্বর), পরিচালক সোহানুর রহমান সোহান (১৩ সেপ্টেম্বর), পরিচালক-প্রযোজক শফি বিক্রমপুরী (১৮ অক্টোবর), পরিচালক ও গীতিকার শহিদুল হক খান (১৯ এপ্রিল), পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (৪ ডিসেম্বর) এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল (৬ মার্চ)।
নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ (২০ সেপ্টেম্বর), নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান (৩০ মে), অভিনেতা মো. খালেকুজ্জামান (২১ মার্চ), অভিনেত্রী হোমায়রা হিমু (২ নভেম্বর)।
নজরুলগীতির গায়িকা কল্যাণী কাজী (১২ মে), গীতিকবি রাজীব আশরাফ (১ সেপ্টেম্বর) এবং ভাওয়াইয়া শিল্পী নাদিরা বেগম (৬ নভেম্বর)।
বিশ্ব সিনেমা
ব্রিটিশ-ফরাসি অভিনেত্রী জেন বার্কিন, আমেরিকান-কানাডিয়ান অভিনেতা ম্যাথু পেরি, দক্ষিণ কোরিয়ান অভিনেতা লি সান-কিয়ুন, আইরিশ অভিনেতা মাইকেল গ্যাম্বন, ইতালিয়ান অভিনেত্রী জিনা ললোব্রিজিদা, আমেরিকান অভিনেতা টম উইলকিনসন, অ্যালান আর্কিন, টম সাইজমোর, আন্দ্রে ব্রাফার, লান্স রেডিক, অ্যাঙ্গাস ক্লাউড, রিচার্ড রাউন্ডট্রি, পল রুবেন্স, ট্রিট উইলিয়ামস, রায়ান ও’নীল, বার্ট ইয়াং, রিচার্ড বেলজার, আমেরিকান অভিনেত্রী রাকেল ওয়েলচ, সুজান সোমারস, ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডস, ডিন সালিভ্যান, স্টিভ হ্যালিওয়েল, জস অ্যাকল্যান্ড, অভিনেত্রী সিলভিয়া সিমস, শার্লি অ্যান ফিল্ড, অ্যাঞ্জেলা থর্ন, জিন বোট, গ্লেন্ডা জ্যাকসন, মেগ জনসন, হেডেন গোয়েন, ডোরিন ম্যান্টল, প্যাট্রিসিয়া ব্রেডিন, স্কটিশ অভিনেতা ডেভিড ম্যাককালাম, স্কটিশ অভিনেত্রী ব্রিজিট ফরসাইথ, আমেরিকান পরিচালক উইলিয়াম ফ্রিডকিন, চিত্রনাট্যকার নরম্যান লিয়ার, ব্রিটিশ নির্মাতা হিউ হাডসন, অস্ট্রেলিয়ান কমেডিয়ান ব্যারি হামফ্রিস, আমেরিকান টক শো সঞ্চালক জেরি স্প্রিঙ্গার, গেম শো সঞ্চালক বব বার্কার।
বিশ্বসংগীত
আমেরিকান গায়িকা টিনা টার্নার, লিসা মেরি প্রিসলি, আমেরিকান গায়ক টনি বেনেট, জিমি বাফেট, ডেভিড ক্রসবি, হ্যারি বেলাফন্ট, সিক্সটো রদ্রিগেজ, আমেরিকান সুরকার বার্ট বাকারাক, কার্ল ডেভিস, জ্যাজ পিয়ানোবাদক কার্লা ব্লে, স্যাক্সোফোন বাদক ওয়েন শর্টার, গীতিকবি সিনথিয়া ওয়াইল, ব্রিটিশ সংগীতশিল্পী জেফ বেক, শেন ম্যাকগাওয়ান, পল ক্যাটারমোল, রজার হুইটেকার, ডেনি লেইন, অ্যান্ডি রোর্ক, স্টিভ ম্যাকি, গায়িকা লিন্ডা লুইস, আইরিশ গায়িকা সিনেড ও’কনোর, হংকংয়ের বংশোদ্ভুত আমেরিকান গায়িকা কোকা লি, ব্রাজিলিয়ান গায়িকা অ্যাস্ত্রুদ গিলবের্তো, জাপানিজ সংগীত পরিচালক রিয়ুইচি সাকামোতো, কানাডিয়ান সংগীতশিল্পী গর্ডন লাইটফুট, রবি রবার্টসন, আমেরিকান র্যাপার ডেভিড জলিকার, ফিনিশ সুরকার কাইয়া সারিয়াহো।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস