ওটিটি
২০২৩ সালের জনপ্রিয় ৫ ওয়েব সিরিজ
ওটিটি প্ল্যাটফর্মের জন্য ২০২৩ সাল ছিলো এককথায় দারুণ। গত বছর বেশকিছু ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। কয়েকটি সিরিজ ব্যাপকভাবে আলোচিত হয়েছে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বিঞ্জ, বঙ্গ এবং আইস্ক্রিন দর্শকনন্দিত কাজ উপহার দিয়েছে। এছাড়া কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের সিরিজ ছিলো চোখে পড়ার মতো।
জনপ্রিয় ৫ ওয়েব সিরিজ
১. মহানগর ২
হইচইয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আশফাক নিপুন পরিচালিত ৯ পর্বের ওয়েব সিরিজ ‘মহানগর ২’। এটি ‘মহানগর’ (২০২১) ওয়েব সিরিজের সিক্যুয়েল। এতে ওসি হারুন চরিত্রে যথারীতি অনবদ্য অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সহশিল্পীরা হলেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি ও দিব্য জ্যোতি।
২. মাইশেলফ অ্যালেন স্বপন
চরকিতে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ২০২৩ সালের ব্যাপক জনপ্রিয় সাত পর্বের ওয়েব সিরিজ। এটি ‘সিন্ডিকেট’ (২০২২) ওয়েব সিরিজের প্রিক্যুয়েল। এতে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী অ্যালেন স্বপন চরিত্রে যথারীতি দুর্দান্ত অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। অ্যালেন স্বপনের স্ত্রীর চরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে।
৩. আমি কী তুমি?
চ্যানেল আইয়ের স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় আট পর্বের ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তিথি চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, আবদুল্লাহ আল সেন্টু। ‘আমি কী তুমি?’র মাধ্যমে প্রথমবার ওটিটির জন্য কাজ করেছেন সাদিয়া ইসলাম মৌ।
৪. দ্য সাইলেন্স
ভিকি জাহেদের পরিচালনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আরেকটি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এতে রুবি চরিত্রে দেখা গেছে তাকে। ছয় পর্বের এই সিরিজ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এতে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও অনিন্দিতা মিমি। বিশেষ চরিত্রে প্রশংসিত হয়েছেন সজল নূর।
৫. গুটি
চরকিতে মুক্তিপ্রাপ্ত সাত পর্বের ওয়েব সিরিজ ‘গুটি’তে মাদক পাচারকারী সুলতানা চরিত্রে দারুণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন আজমেরী হক বাঁধন। এর মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কাজ করেন তিনি। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ, নাসিরউদ্দিন খান ও শরীফ সিরাজ।
আলোচিত ৫ সিরিজ
১. বুকের মধ্যে আগুন
হইচইয়ে মুক্তিপ্রাপ্ত আট পর্বের ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ ভীষণ আলোচিত হয়েছে। অমর নায়ক সালমান শাহের অপমৃত্যুর ঘটনা অবলম্বনে এটি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পরিবার। তবে পরিচালক তানিম রহমান অংশু সেটি স্বীকার করেননি। সিরিজটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তারিক আনাম খান, তৌকীর আহমেদ ও দিলরুবা দোয়েল।
২. সাড়ে ষোল
হইচইয়ের আরেকটি আলোচিত ছয় পর্বের ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এতে আইনজীবী আশফাক রেজা চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। ‘কাইজার’ ওয়েব সিরিজের পর ‘সাড়ে ষোল’র মাধ্যমে আবার হইচইয়ে দেখা গেছে তাকে। ইয়াছির আল হকের পরিচালনায় এতে আরো অভিনয় করেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, আফিয়া তাবাসসুম বর্ণ ও শাহেদ আলী।
৩. অদৃশ্য
হইচইয়ের আট পর্বের ওয়েব সিরিজ ‘অদৃশ্য’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিনেতা মাহফুজ আহমেদের অভিষেক হয়েছে। এতে স্বনামধন্য ব্যবসায়ী আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেন তিনি। তার স্ত্রী রিজওয়ানা আহমেদ চরিত্রে দেখা যায় অপি করিমকে। হইচইয়ে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা মেট্রো’র (২০১৯) চার বছর পর ওটিটির জন্য কাজ করলেন এই অভিনেত্রী। ওটিটিতে এটাই জুটি হয়ে মাহফুজ ও অপির প্রথম কাজ। ‘অদৃশ্য’ শাফায়েত মনসুর রানা পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। এতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম, শাহাদাত হোসেন ও মনির আহমেদ শাকিল।
৪. মারকিউলিস
চরকিতে মুক্তিপ্রাপ্ত আট পর্বের ওয়েব সিরিজ ‘মারকিউলিস’ দারুণভাবে আলোচিত হয়েছে। এতে জয়িতা চরিত্রে অভিনয় করেন সাবিলা নূর। এটাই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। আবু শাহেদ ইমন পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। সত্যি ঘটনা অবলম্বনে সাসপেন্স-রহস্য ধাঁচের এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, আফিয়া তাবাসসুম বর্ণ, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, সাবেরী আলম, মিলি বাশার, নাফিস আহমেদ, মাজনুন মিজান ও অশোক বেপারী।
৫. হোটেল রিল্যাক্স
বঙ্গতে মুক্তিপ্রাপ্ত ‘হোটেল রিল্যাক্স’ কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। ফলে এটি আলোচনায় ছিলো গত বছর। এতে পুলিশ চরিত্রে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের প্রায় সব অভিনয়শিল্পীরা কাজ করেছেন ছয় পর্বের এই ওয়েব সিরিজে। তারা হলেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, পারসা ইভানা, শিমুল শর্মা, লামিমা লাম, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, এরফান মৃধা শিবলু, সুমন পাটোয়ারি ও মুসাফির সাঈদ বাচ্চু।
অন্যান্য ওয়েব সিরিজ
* মিশন হান্টডাউন (পরিচালক: সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, অভিনয়ে বিদ্যা সিনহা মিম, এফএস নাঈম; ওটিটি প্ল্যাটফর্ম: হইচই)
* মোবারকনামা (পরিচালক: গোলাম সোহরাব দোদুল, অভিনয়ে মোশাররফ করিম, নওরীন হাসান জেনি, শবনম ফারিয়া ও শাহনাজ সুমি; ওটিটি প্ল্যাটফর্ম: হইচই)
* অগোচরা (পরিচালক: সিদ্দিক আহমেদ, অভিনয়ে ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, মোরশেদ মিশু, শরাফ আহমেদ জীবন, রাকিব হোসেন ইভন, আলী ওয়াহাব সৌহার্দ্য; ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ)
* ইনফিনিটি ২ (পরিচালক: মেহেদী হাসিব, অভিনয়ে শরিফুল রাজ, মুমতাহিনা টয়া, সজল নূর, সামিয়া অথৈ; ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ)
* ইন্টার্নশিপ (পরিচালক: রেজাউর রহমান, অভিনয়ে সৌম্য জ্যোতি, সাদিয়া আইমান, সারাহ আলম, সাঈদা তাসলিমা হাসান নদী, মাখনুন সুলতানা মাহিমা, শম্পা রেজা, মোরশেদ মিশু; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
* ওভারট্রাম্প (পরিচালক: বাশার জর্জিস, অভিনয়ে চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আশনা হাবিব ভাবনা, এফ এস নাঈম, শরীফ সিরাজ, সামিরা খান মাহি, মীর নওফেল আশরাফী জিসান; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
* ভাইরাস (পরিচালক: অনম বিশ্বাস, অভিনয়ে শ্যামল মাওলা, তারিক আনাম খান, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, শরীফ সিরাজ; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
* প্রচলিত (পরিচালক: মো. আবিদ মল্লিক, অভিনয়ে মোস্তফা মনওয়ার; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
* সদরঘাটের টাইগার (পরিচালক: সুমন আনোয়ার, অভিনয়ে শ্যামল মাওলা, ফারহানা হামিদ, ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস