Connect with us

ঢালিউড

ভোটের একটা আলাদা শক্তি আছে: শাকিব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মায়ের সঙ্গে শাকিব খান (ছবি: ফেসবুক)

ঢালিউড সুপারস্টার শাকিব খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। আজ (৭ জানুয়ারি) সকালে গুলশানে নিজ এলাকার ভোটকেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি।

কেন্দ্র থেকে বেরিয়ে শাকিব বলেন, ‘ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। গতবারও আম্মাকে নিয়ে কেন্দ্রে এসেছিলাম। এবারও তাকে নিয়ে এসেছি। আমার বাবা বন্ধুদের সঙ্গে নিয়ে সকালে এসে আনন্দের সঙ্গে ভোট দিয়ে যান। আমি দেখেছি, সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

শাকিব মনে করেন, ‘আজকের দিনটা তো বাংলাদেশের জন্য খুব স্পেশাল একটি দিন। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ এ দেশের, আমাদের ভোটের যে অধিকার আছে সেটি প্রয়োগ করে আমরা লিডার নির্বাচন করছি, যারা আমাদের উন্নয়নের জন্য ও দেশের জন্য সর্বোপরি আমাদের জন্য কাজ করবে।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

বড় পর্দার এই তারকার মন্তব্য, ‘ভোট হলো প্রত্যেক সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটের একটা আলাদা শক্তি আছে। প্রত্যেকেরই উচিত ভোটাধিকার প্রয়োগ করা। প্রতিটি ভোট মূল্যবান। আমরা ভোট দেই দেশ ও আমাদের উন্নয়নে। আমরা ভোটের মাধ্যমে কথা বলতে পারি। পাঁচ বছর পর পর এই সুযোগ আসে।’

সোনাল চৌহান বলিউডের জনপ্রিয় নায়িকা। ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১১ সালে অমিতাভ বচ্চনের ‘বুড্ডা হেগা তেরা বাপ’-এ দেখা গেছে তাকে। সর্বশেষ ‘বাহুবলী’ তারকা প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায় মান্দোদারি চরিত্রে অভিনয় করেন ৩৬ বছর বয়সী এই তারকা।

শাকিব খানের হাতে এখন আছে তিনটি সিনেমা। এগুলো হলো হিমেল আশরাফের ‘রাজকুমার’ (কোর্টনি কফি), রায়হান রাফীর ‘তুফান’ এবং অনন্য মামুনের ‘দরদ’ (সোনাল চৌহান)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ