ওয়ার্ল্ড সিনেমা
গোল্ডেন গ্লোবস ২০২৪: ‘ওপেনহাইমার’ জিতলো সর্বাধিক ৫ পুরস্কার, দেখুন বিজয়ী তালিকা
৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা (ড্রামা) সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতলো ‘ওপেনহাইমার’। এতে পারমাণবিক বোমার আবিষ্কারক জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন কিলিয়ান মারফি। এটি নির্মাণের জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
এবারের আসরে ২০২৩ সালের সিনেমা ও টেলিভিশনে সেরাদের মোট ২৫টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ৭ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় ৮ জানুয়ারি সকাল ৭টা) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।
দুটি আজীবন সম্মাননা সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড এবং ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হয়নি এবার। তবে ছিলো নতুন দুই শাখা– সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এবং টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান। এলড্রিজ ইন্ডাস্ট্রিজ এবং ডিক ক্লাক প্রোডাকশন্স (ডিসিপি) পরিচালনা করছে গোল্ডেন গ্লোবস।
৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
ওপেনহাইমার (ইউনিভার্সেল পিকচার্স)
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
পুয়োর থিংস (সার্চলাইট পিকচার্স)
সেরা অভিনেতা (ড্রামা)
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী (ড্রামা)
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)
সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরন (জিকিডস)
সেরা বিদেশি ভাষার সিনেমা
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)
সেরা মৌলিক সুর
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)
সেরা মৌলিক গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র: বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল)
সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট
বার্বি (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)
সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বিয়ার (এফএক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বিফ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ান (বিফ)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
অ্যালি ওয়াং (বিফ)
সেরা পার্শ্ব-অভিনেতা
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস