Connect with us

ছবি ও কথা

লালগালিচায় গোলাপ ফুলের সুবাসে নায়িকা-গায়িকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মধ্য দিয়ে নতুন বছরে হলিউডের ঝলমলে পুরস্কার মৌসুম শুরু হলো। এটাই ২০২৪ সালের প্রথম বড় পরিসরের লালগালিচা বিছানো আয়োজন। গত বছর চার মাস ধরে জোড়া ধর্মঘটের কারণে লালগালিচা থেকে দূরে থাকতে হয়েছে তারকাদের। ৮১তম গোল্ডেন গ্লোবসের মাধ্যমে ফিরেছেন তারা। এবারের আসরে গোলাপ ফুলের সুবাসে লালগালিচায় ছবি তুলেছেন নামিদামি নায়িকা-গায়িকারা। বাহারি পোশাকে হাজির হয়ে মুগ্ধ করেছেন তারা।

আমেরিকান গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ পরেছেন ফুলেল হাতার হালকা গোলাপি কাঁধখোলা মারমেইড গাউন। এর পেছনের অংশ জাপানি রাজপরিবারের পরা পোশাকের মতো লম্বা। এটি বানিয়েছে তাইওয়ানের নিকোল প্লাস ফেলিসিয়া ব্র্যান্ড।

আমেরিকান গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ পরেছেন ফুলেল হাতার হালকা গোলাপি কাঁধখোলা মারমেইড গাউন। এর পেছনের অংশ জাপানি রাজপরিবারের পরা পোশাকের মতো লম্বা। এটি বানিয়েছে তাইওয়ানের নিকোল প্লাস ফেলিসিয়া ব্র্যান্ড।

গুচি ব্র্যান্ডের সবুজ গাউনে ঝিলমলি করেছেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। তার কানে হীরার দুল। হাতে হীরার ব্রেসলেট ও একাধিক আংটি।

আরমানি প্রিভে ব্র্যান্ডের লাল রঙা ঝিলমিল সিল্কের স্কার্টে মন কেড়েছেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। পোশাকটিতে কালো ক্রিস্টালের তিনটি ফুলের নকশা রয়েছে। তার পায়ে ছিলো লাল হিল, হীরার দুল, ব্রেসলেট ও আংটি।

ইতালিয়ান ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির কালো মখমলের গাউনে ব্রিটিশ-আলবেনিয়ান পপতারকা দুয়া লিপা। নিচের অংশ স্কার্টের মতো দেখতে কাঁধখোলা পোশাকটির ওপরিভাগে সোনালি কারুকাজ রয়েছে। তার গলায় ছিলো হীরার নেকলেস।

‘বার্বি’ সিনেমার মতোই গোলাপি সিক্যুইন পোশাকে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবি। ১৯৭৭ সালে বার্বি পুতুলের পরা পোশাকের মতোই হুবহু এটি বানিয়েছে ইতালিয়ান ফ্যাশন হাউস আরমানি।

ফরাসি ব্র্যান্ড ডিওরের কালো মখমলের গাউনে আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্স। তার গলায় ছিলো রুপালি নেকলেস। সোনালি চুলগুলো একপাশের কাঁধ বেয়ে নেমেছে।

ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ গোলাপের নকশা ঢাকা লাল রঙের গাউনে লালগালিচা মাতিয়েছেন। এটি তৈরি করেছেন ভ্যালেন্টিনো।

আমেরিকান আদিবাসী অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন পরেছেন ভ্যালেন্টিনো ব্র্যান্ডের সাদা গাউন ও কালো শাল। তার কানের দুল ডিজাইন করেছেন একজন উপজাতি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ