Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

নয়নতারার বিরুদ্ধে মামলা, সিনেমা সরিয়ে নিলো নেটফ্লিক্স

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)


ভারতের লেডি সুপারস্টার নয়নতারা অভিনীত ‘আন্নাপুরানি: দ্য গডেস অব ফুড’ মুক্তির কয়েকদিন পর নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হলো। তামিল ভাষার সিনেমাটিতে কয়েকটি দৃশ্য ও সংলাপ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

সিনেমাটির গল্প একজন হিন্দু ব্রাহ্মণ নারীকে কেন্দ্র করে। শেফ হওয়ার আকাঙ্ক্ষায় রান্নার প্রতিযোগিতায় নাম লেখান এই তরুণী। পরিবারের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে খাদ্যরসিক মেয়েটি আমিষ তথা মাংস খায় এবং রান্না করে। তার বাবা পুরোহিত। হিন্দু ব্রাহ্মণেরা সাধারণত নিরামিষাশী হয়।

‘আন্নাপুরানি’র পোস্টারে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

হিন্দু ব্রাহ্মণ নারীর মাংস খাওয়ার দৃশ্যই শুধু নয়, সিনেমাটিতে বিরিয়ানি রান্নার আগে নামাজসহ মুসলিমদের মতো তিনি প্রার্থনা করায় আপত্তি তুলেছেন কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা। আরেক দৃশ্যে একজন মুসলিম চরিত্রের সংলাপে বলা হয়েছে, হিন্দু দেবতা রাম মাংস খেয়েছিলেন। এ কারণে ক্ষুব্ধ অনেক হিন্দু।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কট্টরপন্থী বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা মুম্বাইয়ে নেটফ্লিক্স কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে। নয়নতারা ও সিনেমাটির সঙ্গে যুক্ত আরো দুই জনের বিরুদ্ধে মধ্যপ্রদেশ রাজ্যে পুলিশের কাছে একটি মামলা দায়ের করা হয়েছে।

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

ভারতের সেন্সর বোর্ড নামে পরিচিত সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ‘আন্নাপুরানি’কে ছাড়পত্র দিয়েছে। গত ১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পায় ‘আন্নাপুরানি’। সমালোচকেরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এতে রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা একজন নারীর স্বপ্নপূরণের পথে এগিয়ে চলার বিষয়টি প্রশংসিত হয়েছে। আবার কারও কারও কাছে সিনেমার প্লট নিতান্তই কাঁচা লেগেছে।

গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর সিনেমাটিকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত সপ্তাহে রমেশ সোলাঙ্কি নামের একজন ব্যক্তি মুম্বাইয়ে ‘আন্নাপুরানি’র বেশ কয়েকটি দৃশ্যের ব্যাপারে আপত্তি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) একজন গর্বিত হিন্দু ভারতীয় জাতীয়তাবাদী হিসেবে উল্লেখ করেছেন।

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

নেটফ্লিক্স জানিয়েছে, ‘আন্নাপুরানি’র প্রযোজক-পরিবেশকদের অনুরোধে এটি সরানো হয়েছে। গতকাল (১১ জানুয়ারি) ‘আন্নাপুরানি’র সহ-প্রযোজক জি স্টুডিওর মূল সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছে। সেটি শেয়ার করেছেন রমেশ সোলাঙ্কি ও ভিএইচপি’র একজন মুখপাত্র। চিঠিতে বলা হয়েছে, ‘হিন্দু ও ব্রাহ্মণ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।’

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

নেটফ্লিক্স থেকে ‘আন্নাপুরানি’ সরিয়ে নেওয়ায় কেউ কেউ খুশি। তবে অন্যরা হতাশা প্রকাশ করেছেন। অবশ্য জি স্টুডিও জানিয়েছে, সম্পাদনা না করা পর্যন্ত নেটফ্লিক্সে সিনেমাটি আর না আনার কথা জানিয়েছে জি স্টুডিও কর্তৃপক্ষ। ‘কড়ক সিং’ সিনেমার অভিনেত্রী পার্বতী থিরুভোথু মনে করেন, এর মাধ্যমে বিপজ্জনক নজির স্থাপন হলো।

কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর সমর্থকেরা সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু সিনেমা ও টিভি অনুষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগ তোলেন। ২০২১ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে হিন্দু দেবতাদের উপহাস করার অভিযোগে এর কলাকুশলীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন নিয়েও বিতর্ক হয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ