Connect with us

ওটিটি

ব্রেইন স্ট্রোক করে হাসপাতালের আইসিইউতে ফারুকী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

আজ (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ফারুকীর শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করাতে। করা হলো। ছোট একটি ব্রেইন স্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

তিশার পোস্টের মন্তব্যের ঘরে ফারুকীর সুস্থতা কামনা করেছেন তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অভিনেতা ইরফান সাজ্জাদ, গায়িকা এলিটা করিম, সোমনূর মনির কোনাল, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

গত ১৪ জানুয়ারি একমাত্র কন্যাসন্তান ইলহামের দ্বিতীয় জন্মদিন উদযাপন করেন ফারুকী-তিশা। এরপর ২০ জানুয়ারি তিশার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে এশিয়ান সিনেমা নিয়ে শুরু হতে যাওয়া ভেসোল আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে ফারুকীর। তার পাশাপাশি আন্তর্জাতিক জুরি থাকছন ইরানের খ্যাতিমান নির্মাতা মোহসেন মাখমালবাফ, তাইওয়ানের পরিচালক জিরো চো এবং জাপানি অভিনেতা শোগেন।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর অংশ হিসেবে গত বছর মুক্তি পায় ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া গল্পকার-চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হয়েছে তিশার।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আরেক সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রেমা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ