Connect with us

ওটিটি

হাসপাতালে কী দিয়ে ফারুকীর মুখে হাসি ফোটালেন তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

ফিল্মমেকার মোস্তফা সরয়ার ফারুকী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে এখনো হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাকে একটি লাল গোলাপ দিয়েছেন। সেটি পেয়ে তার মুখে হাসি ফুটেছে।

আজ (২৬ জানুয়ারি) দুপুরে ফারুকীর হাতে গোলাপ দেওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিশা। এতে দেখা যাচ্ছে তারা ফুলটি ধরে রেখেছেন একসঙ্গে। তিশা লিখেছেন, ‘গোলাপটা হাতে পেয়ে তার মুখে একটা হাসি ফুটে উঠলো। যে হাসিটা অমূল্য আমার কাছে।’

ফারুকীর হাতে হাত রাখা আরেকটি ছবি গত ২৪ জানুয়ারি বিকেলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে তিশা লিখেছেন, ‘প্রত্যেক মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়। শুধু একটু ধৈর্য ধরতে হয়।’

তিশা উল্লেখ করেন, মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত। তার কিছুদিন বিশ্রামের প্রয়োজন। এরপর আবার তিনি কাজে ফিরবেন।

ফারুকীর শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় থাকা শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তিশাকে ফোন এবং এসএমএস করেছেন। সবার দোয়া ও ভালোবাসার জন্য তিশা ধন্যবাদ জানিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

এরপর ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিশা লিখেছেন, ‘অনেকে বলেন, জীবনে যাই ঘটুক না কেনো, সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন এবং তাঁর কৃপা কামনা করুন। ২২ জানুয়ারি ফারুকী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে। ভাগ্য ভালো তাকে যথাসময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি এখন বিপদমুক্ত। সুস্থ হয়ে উঠতে কিছুটা বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যারা তার জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ। ভালোবাসা রইলো।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

মোস্তফা সরয়ার ফারুকী গত ২২ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর মধ্যরাতে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা শেষে জানা যায়, ব্রেন স্ট্রোক হয়েছে তার। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এখন তিনি সাধারণ কেবিনে আছেন। আরেকটু সুস্থ হলেই তাকে বাসায় ফেরার অনুমতি দেবেন চিকিৎসকেরা।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে ফারুকীর শারীরিক অবস্থার বর্ণনা দেন তিশা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ‘সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করাতে। করা হলো। ছোট একটি ব্রেইন স্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে এশিয়ান সিনেমা নিয়ে শুরু হতে যাওয়া ভেসোল আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে ফারুকীর। তার পাশাপাশি আন্তর্জাতিক জুরি থাকছন ইরানের খ্যাতিমান নির্মাতা মোহসেন মাখমালবাফ, তাইওয়ানের পরিচালক জিরো চো এবং জাপানি অভিনেতা শোগেন।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর অংশ হিসেবে গত বছর মুক্তি পায় ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া গল্পকার-চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হয়েছে তিশার।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আরেক সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রেমা ও শুদ্ধ রায়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ