বলিউড
৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রণবীর-আলিয়ার জয়, সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরে সেরা সিনেমাসহ ৫টি পুরস্কার পেলো ‘টুয়েলভথ ফেল’। সর্বাধিক ৬টি পুরস্কার জিতেছে ‘অ্যানিমেল’। এছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ৪টি, ‘স্যাম বাহাদুর’ ৩টি, ‘জওয়ান’, ‘থ্রি অব আস’ ও ‘জোরাম’ ২টি করে শাখায় সেরা হয়েছে। সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন তারকা দম্পতি রণবীর কাপুর (অ্যানিমেল) ও আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)। এটি রণবীরের সপ্তম ও আলিয়ার ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জয়।
গতকাল (২৮ জানুয়ারি) রাতে গুজরাটের জিআইএফটি সিটিতে বিজয়ীদের নাম ঘোষণা ও মর্যাদাপূর্ণ ব্ল্যাক লেডি বিতরণ করা হয়েছে। জমকালো এই আয়োজন সঞ্চালনা করেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা ও মনীষ পল। অনুষ্ঠানে নেচেছেন কারিনা কাপুর খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, জানভি কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ান। লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন তারকারা।
২০২৩ সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হয়েছে এবারের আসরে। গত ২৭ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দির কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে প্রথম দিনের আয়োজনে কারিগরি শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরশক্তি খুরানা ও কারিশমা তান্না।
৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
টুয়েলভথ ফেল (বিনোদ চোপড়া ফিল্মস, জি স্টুডিওস)
সেরা সিনেমা (সমালোচক)
জোরাম (জি স্টুডিওস, মাখিজা ফিল্মস)
সেরা অভিনেতা
রণবীর কাপুর (অ্যানিমেল)
সেরা অভিনেতা (সমালোচক)
বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী
আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা অভিনেত্রী (সমালোচক)
রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), শেফালি শাহ (থ্রি অব আস)
সেরা পরিচালক
বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা পার্শ্ব অভিনেতা
ভিকি কৌশল (ডানকি)
সেরা পার্শ্ব অভিনেত্রী
শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা নবাগত
আদিত্য রাওয়াল (ফারাজ)
সেরা নবাগতা
আলিজে অগ্নিহোত্রী (ফারে)
সেরা নতুন পরিচালক
তরুণ দুদেজা (ধাক ধাক)
সেরা মিউজিক অ্যালবাম
অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মানান ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বাল, অসীম কেমসন, হর্ষবর্ধন রমেশ্বর, গুরিন্দর সিগাল)
সেরা গীতিকবি
অমিতাভ ভট্টাচার্য (গান: তেরে বাস্তে, সিনেমা: জারা হাটকে জারা বাচকে)
সেরা গায়ক
ভূপিন্দর বাব্বাল (গান: অর্জন ভেইলি, সিনেমা: অ্যানিমেল)
সেরা গায়িকা
শিল্পা রাও (গান: বেশরম রঙ, সিনেমা: পাঠান)
উদীয়মান সংগীত প্রতিভা (আর ডি বর্মণ অ্যাওয়ার্ড)
শ্রেয়াস পুরানিক (গান: শতরঙ, সিনেমা: অ্যানিমেল)
সেরা সংলাপ
রকি অউর রানি কি প্রেম কাহানি (ঈশিতা মৈত্র)
সেরা চিত্রনাট্য
টুয়েলভথ ফেল (বিধু বিনোদ চোপড়া)
সেরা গল্প
ওএমজি টু (অমিত রাই), জোরাম (দেবাশীষ মাখিজা)
সেরা অ্যাকশন
জওয়ান (সুনীল রড্রিগেজ, স্পিরো রাজাতোস, এএনএল আরাসু, ক্রেগ ম্যাকরেই, ইয়ানিক বেন, কেচা খামফাকড়ি)
সেরা আবহসংগীত
অ্যানিমেল (হর্ষবর্ধন রমেশ্বর)
সেরা নৃত্য পরিচালনা
গনেশ আচার্য (গান: হোয়াট ঝুমকা, সিনেমা: রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা চিত্রগ্রহণ
থ্রি অব আস (অবিনাশ অরুণ ধাওয়ারে)
সেরা পোশাক পরিকল্পনা
স্যাম বাহাদুর (শচিন লাভলেকার, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর)
সেরা সম্পাদনা
টুয়েলভথ ফেল (জাসকুনওয়ার সিং কোহলি, বিধু বিনোদ চোপড়া)
সেরা শিল্প নির্দেশনা
স্যাম বাহাদুর (সুব্রত চক্রবর্তী, অমিত রায়)
সেরা শব্দসজ্জা
অ্যানিমেল (সিংক সিনেমা), স্যাম বাহাদুর (কুনাল শর্মা, এমপিএসই)
সেরা ভিএফএক্স
জওয়ান (রেড চিলিস ভিএফএক্স)
আজীবন সম্মাননা
ডেভিড ধাওয়ান
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস