Connect with us

টেলিভিশন

দীর্ঘদিন পর বিটিভির নাটকে ইলিয়াস কাঞ্চন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রূপান্তর’ নাটকে ইলিয়াস কাঞ্চন (ছবি: বিটিভি)

দীর্ঘদিন পর বিটিভির নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর নাম ‘রূপান্তর’। আধুনিক ঢাকা শহরের পরিবারগুলোতে বাবার শাসন না থাকলে পরিবারের সদস্যদের যে অবস্থা হয়, সেই চিত্র দেখানো হয়েছে এতে।

গল্পে দেখা যাবে, কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনীকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর লোকটার ভীষণ আক্ষেপ। কারণ কারো মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সবসময় ভাবেন, পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসা যেতো! কিন্তু সবাই এখন পরিণত হয়ে গেছে।

‘রূপান্তর’ নাটকে ইলিয়াস কাঞ্চন (ছবি: বিটিভি)

একদিন সকালে কামরান আহমেদ ঘুম থেকে জেগে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে। অর্থাৎ মেটামরফোসিসে আক্রান্ত হন তিনি। অতঃপর হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো লাইনে দাঁড় করালেন সবাইকে। নানান আদেশ দিতে লাগলেন। তার এমন আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সবাই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে কামরান আহমেদ ঘুম থেকে ওঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছা তাকে চমকে দেওয়ার। কিন্তু তার এসব ঘটনা কিছুই মনে নেই!

‘রূপান্তর’ নাটকে ইলিয়াস কাঞ্চন ও অন্য অভিনয়শিল্পীরা (ছবি: বিটিভি)

নাটকটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার।

‘রূপান্তর’ নাটকে ইলিয়াস কাঞ্চন ও অন্য অভিনয়শিল্পীরা (ছবি: বিটিভি)

‘রূপান্তর’ লিখেছেন সুজাত শিমুল, নির্দেশনা দিয়েছেন শুভ্র আহমেদ। মাহফুজার রহমানের প্রযোজনায় আগামীকাল (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে নাটকটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ