বিশ্বসংগীত
গ্র্যামি ২০২৪: সুইফটের ইতিহাস, মাইলির প্রথম, বিলি আইলিশের জয়
বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরের বিজয়ী তালিকায় অনেকের পাশাপাশি আছেন আমেরিকান তিন পপতারকা টেলর সুইফট, মাইলি সাইরাস ও বিলি আইলিশ। বর্ষসেরা অ্যালবাম স্বীকৃতি পেয়েছে টেলর সুইফটের ‘মিডনাইটস’। গ্র্যামির ৬৬ বছরের ইতিহাসে প্রথম সংগীতশিল্পী হিসেবে চারবার বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। এবারের আসরের আগ পর্যন্ত তিনবার করে এই শাখায় তার পাশাপাশি সেরা ছিলেন ফ্রাঙ্ক সিনাত্রা, পল সায়মন ও স্টিভি ওয়ান্ডার। তিনি এবার সবাইকে ছাড়িয়ে গেলেন।
ইউটিউবে তুমুল জনপ্রিয় ‘ফ্লাওয়ার্স’ গানের সুবাদে প্রথমবার গ্র্যামি জিতেছেন মাইলি সাইরাস। গ্র্যামির সর্বোচ্চ সম্মান রেকর্ড অব দ্য ইয়ার পেয়েছে গানটি। এছাড়া সেরা পপ সলো পারফরম্যান্স জিতে নিয়েছে ‘ফ্লাওয়ার্স’।
সামনের সারির আরেক পুরস্কার সং অব দ্য ইয়ার পেয়েছে ‘বার্বি’ সিনেমায় বিলি আইলিশের গাওয়া ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ এছাড়া বেস্ট সং রাইটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া জিতেছে এই গান। বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া শাখার পুরস্কার পেয়েছে ‘বার্বি দ্য অ্যালবাম’।
বেস্ট নিউ আর্টিস্ট খেতাব পেয়েছেন ভিক্টোরিয়া মোনে। তার ‘জাগুয়ার টু’ বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম এবং সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, নন-ক্লাসিক্যাল স্বীকৃতি পেয়েছে।
২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত গান, সুর ও সংগীত এবং শিল্পীদের মধ্য থেকে ৯৪টি শাখায় সেরাদের পুরস্কৃত করা হয়েছে ৬৬তম গ্র্যামিতে। রেকর্ডিং অ্যাকাডেমির প্রায় ১১ হাজার সদস্যের ভোটে বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের আসরে যুক্ত হয়েছে নতুন তিনটি শাখা। এগুলো হলো– সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স, সেরা অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম এবং সেরা পপ ড্যান্স রেকর্ডিং। বর্ষসেরা সংগীত প্রযোজক (নন-ক্লাসিক্যাল) ও বর্ষসেরা গীতিকবি-সুরকার (নন-ক্লাসিক্যাল) শাখা দুটিতে গ্র্যামির সব ভোটার এবার ভোট দিয়েছেন।
সামনের সারির চারটি শাখা বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা রেকর্ড, বর্ষসেরা গান এবং সেরা নতুন সংগীতশিল্পী হিসেবে মনোনীতদের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৮ করা হয়েছে। গ্র্যামির সংগীত শাখাগুলো ভাগ করা হয়েছে এভাবে– সাধারণ (৬টি শাখা), পপ ও ড্যান্স/ইলেক্ট্রনিক মিউজিক (৬টি শাখা), রক, মেটাল ও অল্টারনেটিভ মিউজিক (৬টি শাখা), আরঅ্যান্ডবি, র্যাপ ও স্পোকেন ওয়ার্ড পয়েট্রি (১০টি শাখা), জ্যাজ, ট্র্যাডিশনাল পপ, কন্টেমপোরারি ইনস্ট্রুমেন্টাল ও মিউজিক্যাল থিয়েটার (৯টি শাখা), কান্ট্রি ও আমেরিকান রুটস মিউজিক (১৩টি শাখা),গসপেল ও কন্টেমপোরারি ক্রিশ্চিয়ান মিউজিক (৫টি শাখা), লাতিন, গ্লোবাল, আফ্রিকান, র্যাগে ও নিউ এজ, অ্যাম্বিয়েন্ট অথবা শান্ট মিউজিক (১০টি শাখা), চিলড্রেন’স, কমেডি, অডিওবুক ন্যারেশন ও স্টোরিটেলিং, ভিজ্যুয়াল মিডিয়া ও মিউজিক ভিডিও/ফিল্ম প্যাকেজ, নোটস ও হিস্টোরিক্যাল (৪টি শাখা), প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং, কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট (৮টি শাখা), ক্লাসিক্যাল মিউজিক (৮টি শাখা)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৫ ফেব্রুয়ারি সকাল) ২১তম বারের মতো বসেছিলো গ্র্যামির জমকালো আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। সিবিএস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।
৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
অ্যালবাম অব দ্য ইয়ার
মিডনাইটস (টেলর সুইফট)
রেকর্ড অব দ্য ইয়ার
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
সং অব দ্য ইয়ার
হোয়াট ওয়াজ আই মেড ফর? (বিলি আইলিশ)
বেস্ট নিউ আর্টিস্ট
ভিক্টোরিয়া মোনে
বেস্ট পপ সলো পারফরম্যান্স
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স
গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফিবি ব্রিজার্স)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম
মিডনাইটস (টেলর সুইফট)
বেস্ট আরঅ্যান্ডবি সং
স্নুজ (সিজা)
বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স
আইসিইউ (কোকো জোন্স)
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম
জাগুয়ার টু (ভিক্টোরিয়া মোনে)
বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স
গুড মর্নিং (পিজে মর্টন ফিচারিং সুজান ক্যারল)
সেরা প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম
এসওএস (সিজা)
বেস্ট র্যাপ সং
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)
বেস্ট র্যাপ পারফরম্যান্স
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)
বেস্ট মেলোডিক র্যাপ পারফরম্যান্স
অল মাই লাইফ (লিল ডার্ক ফিচারিং জে কোল)
বেস্ট র্যাপ অ্যালবাম
মাইকেল (কিলার মাইক)
বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং
রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড অ্যাগেইন ও ফ্লোড্যান)
বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম
অ্যাকচুয়াল লাইফ থ্রি (জানুয়ারি ওয়ান – সেপ্টেম্বর নাইন ২০২২) (ফ্রেড অ্যাগেইন)
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং
পাডাম পাডাম (কাইলি মিনোগ)
বেস্ট রক পারফরম্যান্স
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
বেস্ট রক সং
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
বেস্ট রক অ্যালবাম
দিস ইজ হোয়াই (প্যারামোর)
বেস্ট মেটাল পারফরম্যান্স
সেভেন্টি টু সিজনস (মেটালিকা)
বেস্ট অল্টারনেটিভ অ্যালবাম
দ্য রেকর্ড (বয়জিনিয়াস)
বেস্ট অল্টারনেটিভ পারফরম্যান্স
দিস ইজ হোয়াই (প্যারামোর)
বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম
মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)
বেস্ট আফ্রিকান মিউজিক পারফরম্যান্স
ওয়াটার (টাইলা)
বেস্ট ফোক অ্যালবাম
জনি মিচেল অ্যাট নিউপোর্ট (জনি মিচেল)
সেরা অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম
দ্য অমনিকর্ড রিয়েল বুক (মেশেল এন্ডেগেয়োচেলো)
বেস্ট কান্ট্রি অ্যালবাম
বেল বটম কান্ট্রি (লেইনি উইলসন)
বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
বেস্ট কান্ট্রি সং
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
বেস্ট আমেরিকানা পারফরম্যান্স
ডিয়ার ইনসিকিউরিটি (ব্র্যান্ডি ক্লার্ক ফিচারিং ব্র্যান্ডি কার্লাইল)
বেস্ট আমেরিকানা অ্যালবাম
ওয়েদারভেন্স (জেসন ইসবেল ও দ্য ফোর হান্ড্রেড ইউনিট)
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম
বিউইচড (লুফি)
প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
জ্যাক অ্যান্টোনফ
সংরাইটার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
থেরন থমাস (হ্যারি স্টাইলস, অ্যাডেল, এফকেএ টুইগস)
বেস্ট মিউজিক ভিডিও
আই’ম অনলি স্লিপিং (দ্য বিটলস)
বেস্ট সং রাইটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া
হোয়াট ওয়াজ আই মেড ফর? (সিনেমা: বার্বি, বিলি আইলিশ)
বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া
বার্বি দ্য অ্যালবাম
বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক অ্যালবাম ফর ভিজ্যুয়াল মিডিয়া
ওপেনহাইমার (লুদবিগ গোরানসন)
সেরা কন্টেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম
অ্যাজ উই স্পিক (বেলা ফ্লেক, জাকির হোসেন, এডগার মেয়ার ও রাকেশ চৌরাসিয়া)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স
আই রিমেম্বার এভরিথিং (জ্যাক ব্রায়া ফিচারিং কেসি মাসগ্রেভস)
সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স
পশতু (বেলা ফ্লেক, এডগার মেয়ার ও জাকির হোসেন ফিচারিং রাকেশ চৌরাসিয়া)
সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম
দ্য মোমেন্ট (শক্তি)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, নন-ক্লাসিক্যাল
জাগুয়ার টু (ভিক্টোরিয়া মোনে)
সেরা ইমারসিভ অডিও অ্যালবাম
দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিস (অ্যালিসিয়া কিস)
সেরা মিউজিক ফিল্ম
মুনেজ ডেড্রিম – ডেভিড বোওয়ি (ব্রেট মর্গেন)
সেরা র্যাগে অ্যালবাম
কালারস অব রয়েল (জুলিয়ান মার্লে ও আনটায়াস)
বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং
দ্য লাইট উই ক্যারি: ওভারকামিং ইন আনসার্টেইন টাইমস (মিশেল ওবামা)
বেস্ট স্কোর ফর ভিডিও গেম অথবা অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া
স্টার ওয়ারস জেডাই: সারভাইভর (সুরকার স্টিফেন বার্টন ও গোর্ডি হাব)
* এছাড়া আরো ৪৬টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস