ওয়ার্ল্ড সিনেমা
বাফটা ২০২৪: সর্বাধিক সাতটি পুরস্কার জিতলো ‘ওপেনহাইমার’
ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৭তম আসরে সর্বাধিক সাতটি পুরস্কার জিতলো ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। এছাড়া ‘পুয়োর থিংস’ পাঁচটি, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ তিনটি এবং ‘দ্য হোল্ডওভারস’ দুটি শাখায় সেরা হয়েছে।
গতকাল (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে ছিলো বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জাঁকজমকপূর্ণ আয়োজন। প্রথমবারের মতো বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।
ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) আয়োজনে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমায় সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবার।
৭৭তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
ওপেনহাইমার (প্রযোজক: ক্রিস্টোফার নোলান, চার্লস রোভেন, এমা থমাস)
অসাধারণ ব্রিটিশ সিনেমা
দ্য জোন অব ইন্টারেস্ট (প্রযোজক: জনাথন গ্লেজার, জেমস উইলসন)
সেরা অভিনেতা
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী
এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক
আর্থ মামা (পরিচালক, প্রযোজক, লেখক: সাভানা লিফ, প্রযোজক: শার্লি ওকনোর, মেডবি রিয়োর্ডান)
ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
মিয়া ম্যাকেনা-ব্রুস
সেরা অ-ইংরেজি সিনেমা
দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য; প্রযোজক: জনাথন গ্লেজার, জেমস উইলসন)
সেরা প্রামাণ্যচিত্র
টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন; মিস্তিস্লাভ চেরনোভ, রেনি অ্যারনসন রাথ, মিশেল মাইজনার)
সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরোন (হায়াও মিয়াজাকি, তোশিও সুজুকি)
সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন)
সেরা মৌলিক আবহ সংগীত
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)
সেরা কাস্টিং
দ্য হোল্ডওভারস (সুজান শপমেকার)
সেরা চিত্রগ্রহণ
ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)
সেরা পোশাক পরিকল্পনা
পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা সম্পাদনা
ওপেনহাইমার (জেনিফার লেম)
সেরা শিল্প নির্দেশনা
পুয়োর থিংস (শোনা হিথ, জেমস প্রাইস ও জুজা মিহালেক)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
পুয়োর থিংস (নাদিয়া স্ট্যাসি, মার্ক কুলিয়ার, জশ ওয়েস্টন)
সেরা শব্দ
দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স)
সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
পুয়োর থিংস (টিম বার্টার, সায়মন হিউজ, ডিন কুনজুল, জেন প্যাটন)
সেরা ব্রিটিশ শর্টফিল্ম
জেলিফিশ অ্যান্ড লবস্টার (ইয়াসমিন আফিফি, এলিজাবেথ রুফাই)
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড শর্টফিল্ম
ক্র্যাব ডে (রস স্ট্রিঙ্গার, বার্তোস স্তানিস্লাভেক, আলেকসান্দ্রা সিকুলাক)
বাফটা ফেলোশিপ
সামান্থা মর্টন
সিনেমায় অসাধারণ অবদান (ব্রিটিশ)
জুন গিভানি
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস