Connect with us

সিনেমা হল

৮ বছর পর সিক্যুয়েল, বড় পর্দায় ‘কুংফু পান্ডা ফোর’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কুংফু পান্ডা ফোর’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

হলিউডের জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজের মধ্যে অন্যতম ‘কুংফু পান্ডা’। এর তিনটি কিস্তিই ব্যবসাসফল হয়েছে। ফলে সিরিজের প্রধান চরিত্র পো সব বয়সী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সে বড়সড় নাদুসনুদুস পান্ডা। হাঁটাচলা ও কথাবার্তায় কৌতুক থাকলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো।

২০০৮ সালে ‘কুংফু পান্ডা’, ২০১১ সালে ‘কুংফু পান্ডা টু’ ও ২০১৬ সালে মুক্তি পায় ‘কুংফু পান্ডা থ্রি’। সবই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তবুও এরপর লম্বা বিরতি। পান্ডার লড়াই আবার দেখতে উন্মুখ ছিলো সারাবিশ্বের ভক্তরা। ৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এলো নতুন কিস্তি। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় গত ৮ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১ ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের ‘কুংফু পান্ডা ফোর’। একই দিন থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর সিনেমাটি।

‘কুংফু পান্ডা ফোর’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পো’কে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে নতুন চরিত্র জেন। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামিলিয়নকে। পো এবারও একইসঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্ব পালন শেষের পর সে দেখে সামনে নতুন আরেকটি ধাপ এসে হাজির। ফলে বিশ্রামের অবকাশ নেই!

পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন আমেরিকান অভিনেতা জ্যাক ব্ল্যাক। মাইক মিচেল পরিচালিত ‘কুংফু পান্ডা ফোর’ সিনেমায় অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যাকওয়াফিনা, অস্কারজয়ী ভায়োলা ডেভিস, লরি তান চিন, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা কে হুই কোয়ান, ডাস্টিন হফম্যান, ব্রায়ান ক্র্যানস্টন, আয়ান ম্যাকশেন, জেমস হং, রনি চিয়েং ও ইউটিউব তারকা মিস্টারবিস্ট। ড্রিমওয়ার্কস অ্যানিমেশন স্টুডিওর

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৮ কোটি ৫০ লাখ ডলার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ