Connect with us

ঢালিউড

ওপারের মিমি ও ‘আয়নাবাজি’র নাবিলাকে নিয়ে শাকিবের ‘তুফান’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) মিমি চক্রবর্তী, শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা (ছবি: চরকি ও ফেসবুক)

‘তুফান’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন সেই নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিলো জল্পনা। দুই বাংলার অনেকের নাম হাওয়ায় ভেসে বেড়িয়েছে। অবশেষে সব গুঞ্জনের অবসান। সিনেমাটির প্রধান নারী চরিত্রে ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের ‘আয়নাবাজি’ তারকা নাবিলার নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। এটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা-আই স্টুডিওস এবং এসভিএফ।

গত বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শাকিব হাজির থাকলেও নায়িকা নিয়ে রহস্য বাড়িয়েছেন পরিচালক-প্রযোজকেরা। শেষমেষ চূড়ান্ত হয়েছেন দুই বাংলার দুই অভিনেত্রী।

মিমি চক্রবর্তী (ছবি: ফেসবুক)

‘তুফান’ নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনো কাজে, কখনোবা ঘুরতে। সেখানে কাজ করা আমার জন্য সবসময়ই আনন্দের। শাকিব খানের বিপরীতে এটাই হতে যাচ্ছে আমার প্রথম সিনেমা। তাছাড়া সিনেমাটির মধ্য দিয়ে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান একত্র হয়েছে। সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার আশা, দর্শকেরা দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

মাসুমা রহমান নাবিলা (ছবি: চরকি)

‘আয়নাবাজি’র মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তবে এরপর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর ‘তুফান’ দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি।

নাবিলার অনুভূতিতে, ‘এক ধরনের আনন্দ তো কাজ করছেই মনে। সেই সঙ্গে এতোদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনা টের পাচ্ছি। শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলেই আমরা নিজেদের সার্থক মনে করবো।’

(বাঁ থেকে) মহেন্দ্র সোনি, রেদওয়ান রনি, শাকিব খান, রায়হান রাফী ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি মুখ্য দুই নারী চরিত্রে দুই অভিনেত্রীকে পেয়ে বেশ আনন্দিত। তাদের ভাষ্য, ‘মিমি দুই বাংলায় পরিচিত মুখ। নাবিলার প্রতি দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে এই দুই নায়িকা দুই বাংলার দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারবেন বলে আমরা আশাবাদী।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ