Connect with us

Uncategorized

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অমিতাভ বচ্চন (ছবি: এক্স)

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এখন হাসপাতালে। আজ (১৫ মার্চ) মুম্বাইয়ের বেসরকারি কোকিলাবেন হাসপাতালে তার পায়ে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। সাধারণত হৃৎপিণ্ডের অসুখের ক্ষেত্রে রোগীদের অ্যানজিওপ্লাস্টি করা হয়।

জানা গেছে, অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল। সেটি স্বাভাবিক করতে অ্যানজিওপ্লাস্টি করতে হয়েছে। যদিও বচ্চন পরিবারের কেউ কোনও কিছু জানায়নি। অমিতাভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আজ এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমি চিরকৃতজ্ঞ।’ কেন তিনি হঠাৎ এমন কথা লিখলেন তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

অমিতাভ বচ্চন (ছবি: এক্স)

গত বছরের মার্চে ভারতের হায়দরাবাদে ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন। তখন তার বুকে ব্যান্ডেজ করা হয়। চিকিৎসকদের পরামর্শে কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে তার কব্জিতে অস্ত্রোপচার করা হয়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ