Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন যিনি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ক্যামিল কোতাঁন (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে মিস্ট্রেস অব সিরিমনিস থাকছেন ফরাসি অভিনেত্রী ও কমেডিয়ান ক্যামিল কোতাঁন। উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন তিনি। আয়োজকরা গতকাল (১৫ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে।

কানের অফিসিয়াল সিলেকশনে ক্যামিল কোতাঁনের দুটি সিনেমা জায়গা পেয়েছে। ২০১৯ সালে আঁ সার্তাঁ রিগা শাখায় ছিল ক্রিস্তফ অঁনোরে পরিচালিত ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট’। ২০২১ সালে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় টম ম্যাককার্থি পরিচালিত ও ম্যাট ডেমন অভিনীত ‘স্টিলওয়াটার’।

ক্যামিল কোতাঁন মূলত ফরাসি কমেডি ধাঁচের সিনেমা ও টিভি সিরিজের পরিচিত মুখ। ‘স্টিলওয়াটার’সহ আমেরিকান কয়েকটি প্রযোজনায় কাজ করেছেন ৪৫ বছর বয়সী এই তারকা। রবার্ট জেমেকিস পরিচালিত ও ব্র্যাড পিট অভিনীত ‘অ্যালাইড’ (২০১৬) ইংরেজি ভাষায় তার প্রথম সিনেমা।

রিডলি স্কট পরিচালিত ‘হাউস অব গুচি’তে (২০২১) ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার মাউরিৎসিও গুচির প্রেমিকা পাওলা ফ্রাঞ্চি চরিত্রে অভিনয় করেন ক্যামিল কোতাঁন। হলিউডে তার কাজের তালিকায় আরও আছে কেনেথ ব্রানা পরিচালিত ‘অ্যা হন্টিং ইন ভেনিস’ (২০২৩)।

ক্যামিল কোতাঁন (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

সর্বশেষ গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের ব্যক্তিগত সহকারী লু কাড্ডার চরিত্রে দেখা গেছে ফরাসি এই তারকাকে। ৭৪তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় স্বর্ণভালুকের জন্য লড়েছে ব্রুনো দ্যুমোঁর পরিচালনায় তার অভিনীত ‘দ্য এম্পায়ার’।

ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে আগামী ১৪ মে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যামিল কোতাঁন একে একে মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের স্বাগত জানাবেন। এবারের জুরি প্রেসিডেন্ট থাকছেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আগামী ২৫ মে কানের সমাপনী আয়োজনেও সঞ্চালক থাকবেন ক্যামিল কোতাঁন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ