Connect with us

টালিউড

‘ও অভাগী’র ট্রেলারে অন্য এক মিথিলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ও অভাগী’র দৃশ্যে রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: স্বভূমি এন্টারটেইনমেন্ট)

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পশ্চিমবঙ্গের নতুন সিনেমা ‘ও অভাগী’ নিয়ে দর্শকদের সামনে আসছেন। গতকাল (১৫ মার্চ) এর ট্রেলার মুক্তি পেয়েছে। এতে একই নারীর দুটি পৃথক সময়ের চরিত্রে দেখা যাবে তাকে। একটি ১৫-১৬ বছরের চঞ্চলা তরুণীর, আরেকটি বিবাহিতা ত্রিশোর্ধ্ব নারীর।

অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘ও অভাগী’র ২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, দুরন্ত এক কিশোরী গ্রাম মাতিয়ে রাখে। একসময় তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে দুঃখ পিছু নেয় তার। স্বামী তাকে ছেড়ে চলে যায়। এক ছেলের সিঙ্গেল মা হিসেবে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ে অভাগী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ থেকে অনুপ্রাণিত নারীকেন্দ্রিক গল্প নিয়ে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির পটভূমিতে তৈরি হয়েছে সিনেমাটি।

‘ও অভাগী’র পোস্টারে রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: স্বভূমি এন্টারটেইনমেন্ট)

আগামী ২৯ মার্চ মুক্তি পাবে ‘ও অভাগী’। এতে আরো অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, ইশান এবং জিনিয়া। শিরোনাম গান গেয়েছেন ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায়।

‘কাজলরেখা’র দৃশ্যে রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: স্প্লাইস পোস্ট)

এদিকে আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘কাজলরেখা’। এতে কঙ্কণদাসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এই সিনেমায় আরো আছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, আজাদ আবুল কালাম, সাহানা রহমান সুমি ও ইরফান সেলিম সুজয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ