ওটিটি
আহমেদ রুবেলকে উৎসর্গ করা ‘পেয়ারার সুবাস’ এবার ওটিটিতে

‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)
অভিনেত্রী জয়া আহসান ও প্রয়াত গুণী অভিনেতা আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ গত ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভিন্ন জেলার ২৭টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এর দুই দিন আগে (৭ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রিমিয়ার শোতে অংশ নিতে গিয়ে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল। তাকে উৎসর্গ করা সিনেমাটি এবার আসছে ওটিটিতে।
আজ (২১ মার্চ) রাত ৮টা থেকে চরকিতে উপভোগ করা যাবে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। ওটিটি প্ল্যাটফর্মে এটি নিবেদন করছে আরএফএল বাথরুম ফিটিংস।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)
সিনেমার গল্পে দেখা যায়, পেয়ারার মামা টাকার লোভে বৃদ্ধ আয়নাল মুন্সীর সঙ্গে তাকে বিয়ে দেয়। বৃদ্ধ আয়নাল মুন্সী তার পৌরষত্ত্ব প্রমাণে দিনের পর দিন জোরপূর্বক চড়াও হয় পেয়ারার ওপর। প্রতিদিনের এই অত্যাচারে পেয়ারা অতিষ্ঠ হয়ে ওঠে। সে মুক্তির পথ খুঁজতে থাকে। প্রতিশোধ নিতে হাঁসফাঁস করতে থাকে তার মন। ঠিক সেই মূহর্তে হাজির হয় হাশেম।
পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের পটভূমিতে হয়তো বাংলা সিনেমা এর আগে হয়নি। পেয়ারাসহ এই সিনেমার প্রতিটি চরিত্র বলিষ্ঠ। সিনেমাহলের পর এবার এটি চরকিতে আসছে, এটা আনন্দের। আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমা কিংবা কোনো কাজ দেখি। তবে নূরুল আলম আতিক সবসময় নতুনভাবে, নতুন কিছু দেখতে শেখায় এবং দেখায়। তার প্রথম সিনেমায় (ডুবসাঁতার) আমি ছিলাম। তার সঙ্গে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের।’

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)
আহমেদ রুবেলের স্মৃতিতে জয়া বলেন, ‘সব আনন্দ ছাপিয়ে আমাদের মাঝে এখন তীব্র বেদনা হচ্ছে আহমেদ রুবেলের চলে যাওয়া। প্রিমিয়ারের দিনের ঘটনা আমাদের সবার মাঝে ভার হয়ে জমে আছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না। শুধু এটুকু বলতে পারি, শিল্পী তার কাজ দিয়ে সবার মাঝে থেকে যান। আহমেদ রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে থেকে যাবেন।’
সিনেমায় অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, “সিনেমাটির গল্পে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের নানা দিক রূপকভাবে দেখানো হয়েছে। ‘পেয়ারার সুবাস’ চরকিতে মুক্তি পাচ্ছে, এটি আমাদের জন্য খুব আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে উপভোগ্য হবে আশা করছি।”
১ ঘণ্টা ৩২ মিনিটের ‘পেয়ারার সুবাস’ সিনেমায় আরো অভিনয় করেছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই। এটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড। সহ-প্রযোজনায় চরকি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমাদের কাছে বিশেষ একটি সিনেমা পেয়ারার সুবাস। আহমেদ রুবেল ভাইয়ের চলে যাওয়া আমাদের জন্য খুব বড় ধাক্কা। তবে আমরা বিশ্বাস করি, রুবেল ভাই তার কাজ দিয়েই আমাদের মাঝে চিরদিন থাকবেন। আর এই সিনেমার সঙ্গে দেশের গুণী নির্মাতা ও গুণী অভিনয়শিল্পীরা যুক্ত আছেন। চরকি এর সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত।’
‘পেয়ারার সুবাস’-এর আবহ সংগীত করেছেন রাশেদ শরিফ শোয়েব, পোশাক পরিকল্পনায় মারিয়া ফারিহ উপমা, শব্দসজ্জায় নাহিদুর রহিম চৌধুরী। সিনেমাটির চিত্রগ্রাহক অতীশ সাহা, সম্পাদক সজল অলক, রূপসজ্জাকর মো. ফারুক ও শিল্প নির্দেশক মাহমুদ উল ওয়াদুদ রেইনি। কালার গ্রেডিং করেছেন দেবজ্যোতি ঘোষ।
মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে মূল প্রতিযোগিতা শাখায় স্থান পায় ‘পেয়ারার সুবাস’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস