Connect with us

টালিউড

ফিল্মফেয়ারে ‘মায়ার জঞ্জাল’ ও ‘অর্ধাঙ্গিনী’র জয়, দেখুন পুরো বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) রাজ চক্রবর্তী, জয়া আহসান ও শুভশ্রী গাঙ্গুলী (ছবি: ফিল্মফেয়ার)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সপ্তম আসরে সমালোচকদের বিচারে সেরা সিনেমাসহ সর্বাধিক সাতটি শাখায় পুরস্কার জিতেছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্য থেকে সেরাদের ‘ব্ল্যাক লেডি’ দেওয়া হয়েছে এবার। জাঁকজমকপূর্ণ এই আয়োজন সঞ্চালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র ও সৌরভ দাস। বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ছাড়াও অনুষ্ঠানে নেচেছেন কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি। মজার পরিবেশনা নিয়ে হাজির হন রুদ্রনীল ঘোষ ও অম্বরীশ ভট্টাচার্য।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ বিজয়ী তালিকা
সেরা সিনেমা
অর্ধাঙ্গিনী

সেরা সিনেমা (সমালোচক)
মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী), নীহারিকা (ইন্দ্রাশিস আচার্য)

সেরা অভিনেতা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা অভিনেতা (সমালোচক)
মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা অভিনেত্রী
চূর্ণী গাঙ্গুলী (অর্ধাঙ্গিনী)

সেরা অভিনেত্রী (সমালোচক)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা পার্শ্ব অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), কৌশিক গাঙ্গুলী (আরো এক পৃথিবী)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জয়া আহসান (অর্ধাঙ্গিনী)

সেরা পরিচালক
অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা নবাগত অভিনেতা
সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

সেরা নবাগতা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ (আরো এক পৃথিবী)

সেরা নতুন পরিচালক
সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা গায়ক
অরিজিৎ সিং (গান: ভাবো যদি, সিনেমা: কাবুলিওয়ালা)

সেরা গায়িকা
অবর্ণ রায় (গান: মলয় বাতাসে, সিনেমা: নীহারিকা), ইমন চক্রবর্তী (গান: আলাদা আলাদা, সিনেমা: অর্ধাঙ্গিনী)

অনুপম রায় (ছবি: ফিল্মফেয়ার)

সেরা গানের অ্যালবাম
দশম অবতার (অনুপম রায়)

সেরা গীতিকবি
অনুপম রায় (গান: আলাদা আলাদা, সিনেমা: অর্ধাঙ্গিনী)

সেরা আবহ সংগীত
দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

সেরা মৌলিক গল্প
অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা চিত্রনাট্য
ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা সংলাপ
অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা সিনেমা সম্পাদনা
সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

সেরা শব্দ বিন্যাস
শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)

সেরা চিত্রগ্রহণ
ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)

সেরা শিল্প নির্দেশনা
তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা পোশাক পরিকল্পনা
ঋতারুপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)

আজীবন সম্মাননা
প্রভাত রায়

সিনেমাওয়ালা প্রচ্ছদ