ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৪: আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত ১৮ সিনেমা

‘সন্তোষ’ সিনেমার দৃশ্যে শাহানা গোস্বামী (ছবি: এমকেটু ফিল্মস)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে অফিসিয়াল সিলেকশনের অংশ আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ১৮টি সিনেমা। এগুলোর মধ্যে সেরা কাজগুলো বেছে নিতে প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা জেভি দোলান। তার নেতৃত্বাধীন বিচারক প্যানেলে থাকছেন মরক্কোর পরিচালক আজমেই এল মুদির, ফরাসি পরিচালক মাইমুনা দুকুরে, লাক্সামবার্গিশ-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস, আমেরিকান সমালোচক টড ম্যাকার্থি।
ফ্রান্সের ভূমধ্যসাগরীয় শহর কানে আগামী ১৪ মে উৎসবের পর্দা উঠবে। এর পরদিন পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে রয়েছে আঁ সাঁর্তে রিগার উদ্বোধনী অনুষ্ঠান। এতে দেখানো হবে আইসল্যান্ডের রুনার রুনারসন পরিচালিত ‘হোয়েন দ্য লাইট ব্রেকস’।

‘দ্য শেমলেস’ সিনেমার দৃশ্য (ছবি: আরবান ফ্যাক্টরি)
এবারের কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এর আগের দিন (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে আঁ সাঁর্তে রিগার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।

‘নোরা’ সিনেমার পোস্টার (ছবি: ব্ল্যাক সুগার পিকচার্স)
আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত ১৮টি সিনেমা
- আরমান্ড (হল্ফদান উলমন তন্দেল, নরওয়ে; প্রথম সিনেমা)
- ফ্লো (গিন্ট জিলবালোদিস, লাটভিয়া)
- ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)
- দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন)
- ডগ অন ট্রায়াল (লেটিটিয়া ডশ, ফ্রান্স/সুইজারল্যান্ড; প্রথম সিনেমা)
- দ্য কিংডম (জুলিয়ান কোলোনা, ফ্রান্স; প্রথম সিনেমা)
- হোয়েন দ্য লাইট ব্রেকস (রুনার রুনারসন, আইসল্যান্ড)
- মাই সানশাইন (হিরোশি ওকুয়ামা, জাপান)
- নিকি (সেলিন স্যালে, ফ্রান্স; প্রথম সিনেমা)
- নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব)
- অন বিকামিং অ্যা গিনি ফাউল (রুঙ্গানো নিয়োনি, জাম্বিয়া/ওয়েলশ)
- সন্তোষ (সন্ধ্যা সুরি, ভারত/যুক্তরাজ্য)
- সেপ্টেম্বর সেইস (আরিয়েন লাবেদ, গ্রিস/ফ্রান্স; প্রথম সিনেমা)
- দ্য ড্যামড (রবার্তো মিনারভিনি, ইতালি)
- দ্য শেমলেস (কনস্তান্তিন বোজানভ, বুলগেরিয়া)
- দ্য ভিলেজ নেক্সট টু প্যারাডাইস (মো হারাবে, সোমালিয়া; প্রথম সিনেমা)
- ভিয়েত অ্যান্ড নাম (ট্রুয়ং মিন কুই, ভিয়েতনাম)
- হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম সিনেমা)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস