ওটিটি
তাহসান-মিথিলা অনেকদিন পর একফ্রেমে, একমঞ্চে

‘বাজি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) রাফিয়াত রশিদ মিথিলা, রেদওয়ান রনি ও তাহসান খান (ছবি: চরকি)
সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে আবার একফ্রেমে দেখা যাবে। ওয়েব সিরিজ ‘বাজি’তে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এর ট্রেলার প্রকাশনায় অংশ নিতে একমঞ্চে হাজির হলেন দু’জনে। ফলে অনেকদিন পর একই ছাদের নিচে পাওয়া গেলো তাদের।
ঢাকার একটি ক্লাবে গতকাল (১১ জুন) সন্ধ্যায় ‘বাজি’র ট্রেলার উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী-উন্নয়নকর্মী মিথিলার পাশাপাশি ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, পার্থ শেখসহ একঝাঁক তারকা।

‘বাজি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) আরিক আনাম খান, আরিফুর রহমান, রাফিয়াত রশিদ মিথিলা, রেদওয়ান রনি, মিম মানতাসা, তাহসান খান, নাজিয়া হক অর্ষা ও পার্থ শেখ (ছবি: চরকি)
২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে বোঝা যাচ্ছে, ক্রিকেটকে কেন্দ্র করে বাজি ধরা ও একজন খেলোয়াড়ের জীবনের টানাপোড়েন তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। ঘটনাক্রমে তার চারপাশে ডালপালা মেলে পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।
‘বাজি’র মাধ্যমে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘চরকির জন্য এটাই আমার প্রথম কাজ। ভিন্নধর্মী একটি গল্প বলেই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছি। এতে আমাকে একজন সুপারস্টার ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে, যে তার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছে গেছে। এজন্য আমাকে ওজন বাড়াতে হয়েছে। দুই বছর বিরতির পর পর্দায় ফিরছি। দর্শক প্রতিক্রিয়া কেমন হয় সেই অপেক্ষায় আছি। ’

‘বাজি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) রাফিয়াত রশিদ মিথিলা, রেদওয়ান রনি, তাহসান খান ও মিম মানতাসা (ছবি: চরকি)
ওয়েব সিরিজটিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার কথায়, ‘ক্রিকেট নিয়ে এর আগে আমাদের দেশে কখনো ওয়েব সিরিজ তৈরি হয়নি। এতে সাংবাদিক জিনিয়া চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং লেগেছে। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই যেটি আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে।’
তাহসানের সঙ্গে অনেকদিন পর অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘শুধু তাহসানের সঙ্গে নয়, মনোজ প্রামাণিকের সঙ্গে অনেকদিন পর কাজ করেছি। তারা গুণী অভিনেতা।’

‘বাজি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) রাফিয়াত রশিদ মিথিলা, রেদওয়ান রনি ও তাহসান খান (ছবি: চরকি)
ঈদ উপলক্ষে ‘বাজি’ মুক্তি পাবে চরকিতে। ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি সংবাদ সম্মেলনে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সারাদেশ উন্মাদনায় মেতে আছে। এরমধ্যে ক্রিকেটকেন্দ্রিক দারুণ একটি গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আনছে চরকি। ক্রিকেটের অজানা কিছু গল্প দেখা যাবে এতে। আমাদের প্রত্যাশা, সিরিজটি দর্শকদের কাছে সমাদৃত হবে।’
সাসপেন্স ড্রামা ঘরানার সিরিজ ‘বাজি’ পরিচালনা করেছেন আরিফুর রহমান। এর আগে চরকির জন্য ‘স্কুটি’ নামের নারীকেন্দ্রিক শর্টফিল্ম বানিয়ে প্রশংসিত হন তিনি।
‘বাজি’তে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস