Connect with us

বলিউড

আইফা ২০২২: পুরো বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কৃতি স্যানন

কৃতি স্যাননকে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: ইনস্টাগ্রাম)

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২২তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হলো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরেনায় গত ৪ জুন জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান খান, রিতেশ দেশমুখ ও মনীশ পল।

সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’। একই সিনেমার জন্য বিষ্ণুবর্ধন সেরা পরিচালক এবং সন্দীপ শ্রীবাস্তব সেরা চিত্রনাট্যকার হয়েছেন।

ভিকি কৌশল

সেরা অভিনেতার পুরস্কার হাতে ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

‘সরদার উধাম’ সিনেমায় নাম ভূমিকায় থাকা ভিকি কৌশলের হাতে উঠেছে সেরা অভিনেতার পুরস্কার। ‘মিমি’ সিনেমায় নাম ভূমিকায় কাজ করা কৃতি স্যানন পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান।

অহন শেঠি-সুনীল শেঠি

সেরা নবাগত অভিনেতার পুরস্কার হাতে অহন শেঠি, পাশে তার বাবা সুনীল শেঠি (ছবি: ইনস্টাগ্রাম)

সুনীল শেঠির ছেলে অহন শেঠি ‘তাড়াপ’ সিনেমার জন্য সেরা নবাগত হয়েছেন। ‘বান্টি অউর বাবলি টু’র জন্য সেরা নবাগতা পুরস্কার পেয়েছেন শর্বরি ওয়াগ।

আইফায় ৩ ও ৪ জুন বাহারি পোশাকে সবুজ গালিচার ওপর হেঁটেছেন বলিউড তারকারা। তাদের মধ্যে আলো কেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতি এবং অনন্যা পাণ্ডে ও সারা আলি খান।

শর্বরি ওয়াগ

সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আপ্লুত শর্বরি ওয়াগ (ছবি: ইনস্টাগ্রাম)

আইফা ২০২২ বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
শেরশাহ

সেরা পরিচালক
বিষ্ণুবর্ধন (শেরশাহ)

সেরা অভিনেতা
ভিকি কৌশল (সরদার উধাম)

সেরা অভিনেত্রী
কৃতি স্যানন (মিমি)

পঙ্কজ ত্রিপাঠি

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হাতে পঙ্কজ ত্রিপাঠি (ছবি: ইনস্টাগ্রাম)

সেরা পার্শ্ব অভিনেতা
পঙ্কজ ত্রিপাঠি (লুডো)

সাই তামহানকার

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার হাতে সাই তামহানকার (ছবি: ইনস্টাগ্রাম)

সেরা পার্শ্ব অভিনেত্রী
সাই তামহানকার (মিমি)

সেরা নবাগত
অহন শেঠি (তাড়াপ)

সেরা নবাগতা
শর্বরি ওয়াগ (বান্টি অউর বাবলি টু)

জুবিন নটিয়াল

সেরা গায়কের পুরস্কার হাতে জুবিন নটিয়াল (ছবি: ইনস্টাগ্রাম)

সেরা গায়ক
জুবিন নটিয়াল (রাতা লাম্বিয়া, শেরশাহ)

আসিস কৌর

সেরা গায়িকার পুরস্কার হাতে আসিস কৌর (ছবি: ইনস্টাগ্রাম)

সেরা গায়িকা
আসিস কৌর (রাতা লাম্বিয়া, শেরশাহ)

সেরা সংগীত পরিচালক
এ আর রাহমান (আতরাঙ্গি রে) এবং তনিষ্ক বাগচি, জাসলিন রয়েল, জাভেদ-মহসিন, বিক্রম মন্ট্রস, বি প্রাক, জানি (শেরশাহ)

সেরা গীতিকার
কাউসার মুনির (লেহরা দো, এইটি থ্রি)

এ আর রাহমান

সেরা সুরকার ও সংগীত পরিচালনা এবং সেরা আবহ সংগীতের দুটি পুরস্কার পেয়েছেন এ আর রাহমান (ছবি: ইনস্টাগ্রাম)

সেরা আবহ সংগীত
এ আর রাহমান (আতরাঙ্গি রে)

সেরা মৌলিক গল্পকার
অনুরাগ বসু (লুডো)

সেরা অনুপ্রাণিত গল্প
এইটি থ্রি

সেরা চিত্রনাট্যকার
সন্দীপ শ্রীবাস্তব (শেরশাহ)

সেরা সংলাপ রচয়িতা
অনুভব সিনহা ও ম্রুনময়ী লাগু (থাপ্পড়)

সেরা নৃত্য পরিচালক
বিজয় গাঙ্গুলি (চাকা চাক, আতরাঙ্গি রে)

সেরা চিত্রগ্রহণ
অভিক মুখোপাধ্যায় (সরদার উধাম)

সেরা সম্পাদনা
চন্দ্রশেখর প্রজাপতি (সরদার উধাম)

সেরা শব্দসজ্জা
লোচন কানবিন্দে (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)

সেরা শব্দ মিশ্রণ
অজয় কুমার ও মানিক বাত্রা (এইটি থ্রি)

সেরা স্পেশাল ইফেক্টস
নবীন পল (সরদার উধাম)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ