Connect with us

ঢালিউড

সরকারি অনুদান পাচ্ছে ২০টি সিনেমা, তালিকায় নায়ক মান্নার স্ত্রী ও তরুণ নির্মাতারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁয়ে) শেলী মান্না, (মাঝে ওপর-নিচে) রবিউল আলম রবি ও মো. তাওকীর ইসলাম, (ডানে ওপর-নিচে) সঞ্জয় সমদ্দার ও নিয়ামুল মুক্তা (ছবি: ফেসবুক)

২০২৩-২৪ অর্থবছরের আওতায় ২০টি সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া হচ্ছে। এরমধ্যে ১৬টির প্রযোজকরা ৭৫ লাখ টাকা করে পাচ্ছেন। বাকি ৪টি সিনেমার প্রযোজকদের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ থাকছে। আজ (১২ জুন) এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের তালিকা বেরিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে অনুদান দেওয়া হচ্ছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ