নাটক
খায়রুল বাসার ও কেয়া পায়েলের অন্যরকম ‘ঈদ ভ্যাকেশন’

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের দৃশ্যে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েল নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন। এর নাম ‘ঈদ ভ্যাকেশন’। এতে গ্রামের একজোড়া তরুণ-তরুণীর ভূমিকায় দেখা যাবে তাদের।
গতকাল (১৪ জুন) সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘ঈদ ভ্যাকেশন’ নাটকের ১ মিনিট ২৯ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে। এতে খায়রুল বাসার ও কেয়া পায়েলের রসায়নের কিছু মুহূর্ত দেখা গেছে।

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের দৃশ্যে কেয়া পায়েল ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় তৈরি হয়েছে ‘ঈদ ভ্যাকেশন’। ঈদুল আজহা উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এটি।

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের দৃশ্যে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)
‘ঈদ ভ্যাকেশন’ নাটকে নতুন একটি গান রয়েছে। এর কথা হলো, ‘ইচ্ছে যতো, ফড়িঙের মতো, উড়ে উড়ে উড়ে উড়ে যায় তোমার আকাশে/পাখির শিসে সুরভি মিশে, জুড়ে জুড়ে জুড়ে জুড়ে যায় তোমার বাতাসে।’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। অনেক বছর পর নাটকের জন্য গান বাঁধলেন তিনি। এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এটি লিখেছেন জনি হক।

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের দৃশ্যে কেয়া পায়েল ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)
নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন– মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, শরিফুল, এবি রোকন, শেখ স্বপ্না, সুমাইয়া অর্পা, শাহীন মৃধাসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস