নাটক
ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ‘চাঁদের হাট’, কী আছে এই নাটকে

ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘চাঁদের হাট’ এক নম্বরে
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন ১ নম্বরে আছে ‘চাঁদের হাট’। এতে গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প বলা হয়েছে। ৪৮ মিনিটের এই নাটকের শেষ দৃশ্য বেশিরভাগ দর্শককে আবেগপ্রবণ করেছে। একটি দরিদ্র পরিবারের কষ্ট দেখে অনেকেই অজান্তে চোখের পানি ধরে রাখতে পারেননি সেই মুহূর্তে।
ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (১৭ জুন) রাত ৮টা ৩০ মিনিটে মুক্তি পায় ‘চাঁদের হাট’। দুই দিনে এটি দেখা হয়েছে ৩০ লাখ বার। এতে লাইক পড়েছে ৬২ হাজার। অসংখ্য দর্শক এর কমেন্টের ঘরে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। বেশিরভাগের কথায়, ‘অসাধারণ একটি নাটক।’

‘চাঁদের হাট’ নাটকের পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)
কী আছে ‘চাঁদের হাট’ নাটকে? ইমন খান নামের একজনের মন্তব্যে রয়েছে এর উত্তর, ‘মাত্র কয়েক মিনিটের নাটকের মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ, কমেডি, জীবনযাত্রার মান, সামাজিক প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট; সবকিছু যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তা এই নাটক না দেখলে বোঝা যাবে না। সত্যিই অসাধারণ একটি নাটক।’
গল্পে দেখা যায়, গরুর হাটে দালালি করে চাঁদ। হাটের পাশে ভাতের হোটেলে মামার সঙ্গে কাজ করে পূর্ণিমা। তাকে পছন্দ করে চাঁদ। কিন্তু মেয়েটি তাকে পাত্তা দেয় না। পূর্ণিমাকে বিয়ে করতে মরিয়া হয়ে মাকে জানায় চাঁদ। ঘটনাক্রমে জানা যায়, চাঁদের মা ও পূর্ণিমার মামা একসময় প্রেমিক-প্রেমিকা ছিলেন। এভাবে এগিয়ে যায় কাহিনি।
ভারতীয় এক নারী দর্শক মন্তব্য করেছেন, ‘আমি একজন ভারতীয় হয়ে বলছি, আপনাদের বাংলাদেশের নাটক আমার খুব ভালো লাগে।’ আসাম থেকে বোরহান উদ্দিন হুসেন লিখেছেন, ‘শেষ দৃশ্যটি খুব আবেগপ্রবণ।’ কঙ্কন আচার্যের একই অনুভূতি, ‘শেষের অংশটুকু আমাকে কাঁদিয়েছে।’

‘চাঁদের হাট’ নাটকে ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু (ছবি: সিনেমাওয়ালা)
ইউসুফ শামীম লিখেছেন, ‘মন থেকে বলছি এটি এই বছরের সেরা নাটক। পরিচালককে মন থেকে দোয়া ও ভালোবাসা দিলাম। শেষের দৃশ্যটা দুনিয়ার মধ্যে যে ভালোবাসা আছে গরিবদের প্রতি, অনেক ভালো লাগলো।’
আলফাদেল গাজীর মতে, ‘পরিবার নিয়ে দেখার মতো নাটক। এমন গল্প এখন হারিয়ে গেছে প্রায়! এরকম সুন্দর আরও নাটক চাই। এই ঈদে এরকম নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ একই অভিমত জানিয়েছেন দীপু বিশ্বাস, “নাটকটি ভালো লাগছে। কিছু কিছু নাটক পরিবারের সঙ্গে দেখা যায়, যেমন চাঁদের হাট’।”

‘চাঁদের হাট’ নাটকে কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)
আরেক দর্শক লিখেছেন, ‘আমার জীবনে প্রায় ১৩ বছর মোবাইল ফোন চালানোর বয়স, কোনোদিন ইউটিউবে ভিডিও দেখে মেসেজ করি নাই। এবারই প্রথম কমেন্ট করলাম। আমার দেখা অন্যরকম একটি নাটক, আমার চোখে পানি চলে এসেছে।’
কেউ কেউ সিনেমার আবহ খুঁজে পেয়েছেন ‘চাঁদের হাট’ নাটকে। এসকে শাকিল তাদেরই একজন, ‘নাটকটি দেখে আমার মনে হলো একটি নতুন বাংলা সিনেমা দেখেছি। পরিচালক ভাইয়াকে বলছি, আপনি স্বল্প বাজেটে সিনেমা তৈরি করুন। আপনি নাম ও টাকা দুটোই মর্যাদার সঙ্গে আয় করতে পারবেন।’

কে এম সোহাগ রানা (ছবি: আকিব রহমান)
‘চাঁদের হাট’ রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। হাস্যরসের মোড়কে কয়েকটি বার্তা দিয়েছেন তিনি। এরমধ্যে দালালদের প্রতারণার ঘটনা তুলে ধরায় তার প্রশংসা করেছেন অনেক দর্শক। তাদের মধ্যে বেলাল আহমেদ নামের একজন মন্তব্য করেছেন, ‘আমাদের সমাজে এমন মানুষ রূপী কিছু দালাল আছে, যাদের কারণে প্রকৃত খামারিরা ন্যায্য দাম পায় না।’

‘চাঁদের হাট’ নাটকে তৌসিফ মাহবুব (ছবি: সিনেমাওয়ালা)
আবেদ হুসেন নামের এক দর্শক লিখেছেন, ‘বর্তমানে বাজারে এমন দালাল থাকায় বোঝা যায় না কোনটা ক্রেতা আর কোনটা বিক্রেতা। বাস্তবমুখী নাটক।’
সুমন রানার মন্তব্য, ‘নাটকটির প্রতিটি দৃশ্য হৃদয় কাড়ার মতো। সবার অভিনয় জুতসই। এখন তো এমন সামাজিক গল্প পাওয়া যায় না।’

‘চাঁদের হাট’ নাটকের পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)
নাটকটিতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু। চাঁদ চরিত্রে তৌসিফ মাহবুব ও পূর্ণিমা চরিত্রে কেয়া পায়েল জুটির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন তাদের ভক্তরা। এতে আরো অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, আনোয়ার হোসেন, মো. আবু বকর রোকন, ইকবাল, মনীষা, সীমান্ত ও আলভিরা রহমান রাইসা।
নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘ওরে ও হীরামন পাখি’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। আবহ সংগীত করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। গরুর হাটে আদিত্য মনিরের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি। প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস