Connect with us

ছবি ও কথা

আর্জেন্টিনার জার্সিতে মেহজাবীন ও ফারিণ, ‘এই পৃথিবীটা মেসির’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে উৎসাহ জোগাতে গেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। আকাশি-সাদা জার্সি পরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা উপভোগ করলেন তারা। গ্যালারিতে কয়েকটি ছবি তুলেছেন বাংলাদেশের দুই তারকা। একঝলকে দেখে নিন সেগুলো।

মেটলাইফ স্টেডিয়াম তখনো কানায় কানায় ভরে ওঠেনি। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগে গ্যালারিতে হাজির হন তাসনিয়া ফারিণ। তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মেসির বেলায় সময় তুচ্ছ!’ তিনি কোপা আমেরিকা হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

প্রায় ফাঁকা গ্যালারিতে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করে মেহজাবীন ভক্ত ও ফলোয়ারদের প্রশ্ন করেছেন, ‘কে জিতবে?‘

কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচ দেখেছেন মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সেলফি তুলে সেটি শেয়ার করে খেলার ফল জানিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ, আর্জেন্টিনা ১- চিলি ০। কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গ্যালারিতে বিভিন্ন মুহূর্তে তোলা আরো কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন।

** মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ধারণকৃত কিছু ভিডিওর একটি সংকলন শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিভাজন নয়, ফুটবল মানুষকে একত্রিত করে। আপনি কোনো দলকে সমর্থন করার অর্থ এই নয় যে, আপনাকে অন্য দলের প্রতি বিদ্বেষ দেখাতে হবে। আমি বরাবরই মেসির ভক্ত এবং তার খেলা দেখতে পেরে আমি খুব খুশি। এমন মুহূর্ত সামনাসামনি দেখা হয় না সবার। গতকালের ম্যাচ সত্যিই উপভোগ করেছি। আসুন, ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিন।’

** খেলা শুরুর আগে মেটলাইফ স্টেডিয়ামের বাইরে বাস থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের একে একে নেমে আসার দৃশ্য গ্যালারিতে বড় পর্দায় দেখানো হয়। সেটি মোবাইল ফোনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন মেহজাবীন। কোপা আমেরিকা ২০২৪ হ্যাশট্যাগ জুড়ে তিনি লিখেছেন, ‘এই যে গোট (সর্বকালের সেরা) চলে এসেছে।’

মেটলাইফ স্টেডিয়ামের বাইরে মেহজাবীনের সেলফি।

** গাড়িতে চড়ে স্টেডিয়ামে যাওয়া থেকে শুরু করে গ্যালারিতে ঢুকে আনন্দে থাকার মুহূর্তগুলোর ভিডিও সংকলন শেয়ার করে কোপা আমেরিকা ২০২৪ হ্যাশট্যাগ ও নীল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীটা মেসির। আমরা শুধু এখানকার বাসিন্দা।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ