Connect with us

টালিউড

‘আজব কারখানা’র জন্য ঢাকায় জন্মদিনের কেক কাটলেন পরমব্রত

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আজব কারখানা’র সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) লাবিক কুমার গৌরব, সামিয়া জামান, দিলরুবা দোয়েল, পরমব্রত চট্টোপাধ্যায়, শাবনাজ সাদিয়া ইমি, শবনম ফেরদৌসী ও খালিদ হাসান রুমি (ছবি: সিনেমাওয়ালা)

ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ (২৭ জুন)। কলকাতায় নয়, এবার ঢাকায় কেক কেটেছেন তিনি। সন্ধ্যায় ঢাকা ক্লাবে নিজের অভিনীত নতুন সিনেমা ‘আজব কারখানা’র সংবাদ সম্মেলনে অংশ নেন ৪৩ বছর বয়সী এই তারকা।

‘আজব কারখানা’য় রকতারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

আগামী ১২ জুলাই মুক্তি পাবে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আজব কারখানা’। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানে তৈরি হয়েছে এটি। প্রায় ৪০টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। এরমধ্যে ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।

‘আজব কারখানা’র মাধ্যমে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির অভিষেক হচ্ছে বড় পর্দায়। এতে আরো অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান।

‘আজব কারখানা’য় পাঁচটি মৌলিক গান রয়েছে। এরমধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিংস ব্যান্ড, আরেকটির সুর-সংগীত লাবিক কামাল গৌরবের। অন্যটি সাজিয়েছে সেভেন মিনিটস ব্যান্ড। আবহ সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দুটি পুরস্কারও জিতেছে। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। এর আগে একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়েছে সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

পড়া চালিয়ে যান
মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ