Connect with us

সিনেমা হল

স্টার সিনেপ্লেক্সে জুন মাসে হলিউড-বলিউডকে টেক্কা দিয়ে শীর্ষে ‘তুফান’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে জুন মাসে টিকিট বিক্রিতে হলিউড ও বলিউডকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত মাসে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া ১০টি সিনেমার তালিকা আজ (১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এরমধ্যে বাংলা আরেকটি সিনেমা রয়েছে।

গত ১৭ জুন ঈদুল আজহায় মুক্তির দিন থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় টিকিট বিক্রি, শো সংখ্যা ও আয়ে বেশ এগিয়ে ছিলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’। তালিকার আরেক বাংলা সিনেমা হলো সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। এতে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মওলা।

তালিকার দুই ও তিন নম্বরে জায়গা পেয়েছে যথাক্রমে জাপানের অ্যানিমেটেড সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’ ও জর্জ মিলার পরিচালিত ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। চারে আছে বলিউড তারকা রাজকুমার রাও ও জানভী কাপুরের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। পাঁচ থেকে ১০ নম্বরে অবস্থান করেছে যথাক্রমে ইশানা নাইট শ্যামালান পরিচালিত ‘ওয়াচার্স’, ‘অ্যা কোয়ায়েট প্লেস’ সিনেমার স্পিন-অফ প্রিক্যুয়েল ‘অ্যা কোয়ায়েট প্লেস: ডে ওয়ান’, উইল স্মিথ অভিনীত ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’, প্রাগৈতিহাসিক দুই দানবকে কেন্দ্র করে নির্মিত ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ এবং অ্যানিমেটেড সিনেমা ‘কুংফু পান্ডা ফোর’।

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

স্টার সিনেপ্লেক্সসহ দেশের শতাধিক সিনেমাহলে রমরমা ব্যবসা করছে ‘তুফান’। গত ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে এটি। এরমধ্যে রয়েছে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, ওমান, কাতার ও বাহরাইন। বেশিরভাগ দেশেই দর্শকরা সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

বলিউডের বাণিজ্য বিশ্লেষক হিসেবে তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় নিজের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে উল্লেখ করেছেন, আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাবে ‘তুফান’। এর আন্তর্জাতিক পরিবেশক এসভিএফ, ডিজিটাল পার্টনার চরকি। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড।

‘তুফান’ সিনেমার পোস্টারে মাসুমা রহমান নাবিলা, শাকিব খান, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী (ছবি: আলফা-আই স্টুডিওস)

‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও ভারতের মিমি চক্রবর্তী। সিআইডি আকরাম চরিত্রে দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

‘তুফান’ সিনেমার গানে শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা (ছবি: আলফা-আই স্টুডিওস)

সিনেমাটির গানগুলো সাড়া ফেলেছে। ‘দুষ্টু কোকিলা’ শিরোনামের গানে আকাশ সেনের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। টাইটেল গান ‘তুফান’ গেয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আইটেম গান ‘লাগে উরাধুরা’ গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এর কথা লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান। ‘ফেঁসে যাই’ শিরোনামের গান গেয়েছেন হাবিব ওয়াহিদ। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ