Connect with us

শুভেচ্ছা

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসে পুরস্কার পেলেন মেহজাবীন-ফারিণ-দর্শনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সুঅভিনয়ের জন্য স্বীকৃতি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার তারকা দর্শনা বণিক। বাংলাদেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়েছে এবারের আসরে।

গত ৩০ জুন স্থানীয় সময় রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে পুরস্কার বিতরণের পাশাপাশি নাচ, গান ও কৌতুক পরিবেশনা উপভোগ করেন দর্শক-অতিথিরা। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নি।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজক শো-টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম সকল পৃষ্ঠপোষক, শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আগামীতে বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীদের সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দর্শনা বণিক (ছবি: ফেসবুক)

২২তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
আজীবন সম্মাননা: আহমদ শরীফ ও তরিকুল ইসলাম মিতু (যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা)
সেরা টিভি অভিনেতা: চঞ্চল চৌধুরী
সেরা টিভি অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী (দ্য সাইলেন্স)
সেরা ওয়েব সিরিজের অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (নিকষ)
সেরা ওয়েব ফিল্মের অভিনেত্রী: তানজিন তিশা (পয়জন)
সেরা চলচ্চিত্র অভিনেতা: শাকিব খান (প্রিয়তমা)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: তমা মির্জা (সুড়ঙ্গ), মন্দিরা চক্রবর্তী (কাজলরেখা)
সেরা চলচ্চিত্র পরিচালক: রায়হান রাফি (সুড়ঙ্গ), হিমেল আশরাফ (প্রিয়তমা)
বিশেষ পুরস্কার: দর্শনা বণিক, জায়েদ খান
সেরা কৌতুক অভিনেতা: নজরুল ইসলাম
সেরা গায়ক: তাহসান
সেরা গায়িকা: আতিয়া আনিসা
সেরা ফোক গায়িকা: বিন্দু কণা, সুলতানা ইয়াসমিন লায়লা
সেরা সংগীত পরিচালক ও গীতিকবি: কবির বকুল
প্রবাসের উদীয়মান কণ্ঠশিল্পী: নিপা জামান, রানো নওয়াজ ও অনিক রাজ
ইয়াংস্টার ইউটিউবার: প্রিসিলা
সেরা নারী উদ্যোক্তা: অনুভা শাহীন হোসেন
সেরা উদ্যোক্তা: শাহ নেওয়াজ (সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার), রুহিন হোসেন (সিইও, রিভারটেল), নাসির সবুজ (সিইও, এসএনএস হোম লোন)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ