টেলিভিশন
শাকিব সপ্তাহে ছোট পর্দায় সাত সিনেমা
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ বড় পর্দায় দর্শক মাতিয়ে যাচ্ছে। এবার ছোট পর্দায় তার সাফল্য উদযাপন করা হবে। বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি টানা সাতদিন দুপুর ২টায় এই তারকার একটি করে সিনেমা প্রচার করবে।
আগামী ৬ জুলাই থাকছে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। ৭ জুলাই দেখানো হবে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন অপু বিশ্বাস ও রুমানা খান।
আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ‘তুমি আমার মনের মানুষ’ রয়েছে ৮ জুলাই। এতে শাকিবের নায়িকা অপু বিশ্বাস। ৯ জুলাই প্রচার হবে শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, নিরব, রত্না, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগর।
এনায়েত করিম পরিচালিত ‘বাহাদুর সন্তান’ থাকছে ১০ জুলাই। এতে শাকিবের বিপরীতে আছেন একা। ১১ জুলাই দেখানো হবে এফ আই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস।
শাকিব সপ্তাহের শেষ দিন (১২ জুলাই) রয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও রাহুল দেব। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস