Connect with us

ছবি ও কথা

অলিম্পিক মাতালেন সেলিন ডিওন-লেডি গাগা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীতে অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধন হলো। নদীর তীরে, সেতুতে ও ভবনের ছাদে ছিলো বর্ণিল পরিবেশনা। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেলো। গতকাল (২৬ জুলাই) রাতে এই আয়োজন মাতিয়েছেন সেলিন ডিওন, লেডি গাগাসহ ব্যালে নৃত্যশিল্পী ও ক্যাবারে পারফরমাররা।

আইফেল টাওয়ারের প্রথম লেভেলে সাজানো মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছেন সেলিন ডিওন। এর মাধ্যমে চার বছর পর জনসম্মুখে গান গেয়ে শোনালেন ৫৬ বছর বয়সী এই কানাডিয়ান তারকা।

প্রয়াত ফরাসি গায়িকা এডিথ পিয়াফের কালজয়ী গান ‘ইম আ লামুর’ পরিবেশন করে দর্শক-শ্রোতার মন ছুঁয়েছেন সেলিন ডিওন।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে একদল নৃত্যশিল্পী নিয়ে হাজির অস্কারজয়ী আমেরিকান গায়িকা লেডি গাগা।

আমেরিকান গায়িকা-অভিনেত্রী লেডি গাগা অলিম্পিক রাঙিয়েছেন।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আইফেল টাওয়ারে চোখধাঁধানো আলোর ঝলক।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভবনের ছাদে নৃত্যশিল্পীদের পরিবেশনা।

প্যারিসের পুঁ অঁ শঁজ সেতুর ওপর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমেরিকান গায়িকা আরিয়ানা গ্র্যান্ড ও অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো।

প্যারিসের বিখ্যাত ক্যাবারে মুলা রুজের নৃত্যশিল্পীরা দর্শক মাতিয়েছেন।

ফরাসি হেভি মেটাল ব্যান্ড গোজিরার পরিবেশনার সময় ছড়িয়ে দেওয়া হয় রঙিন ধোঁয়া।

প্যারিসে বৃষ্টিতে ভিজেই অলিম্পিকের চোখধাঁধানো উদ্বোধন উপভোগ করেন দর্শকরা।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ