Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যেসব দেশের সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)

বিশ্বের প্রাচীনতম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৮১তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। আজ (২৮ আগস্ট) ইতালির ভেনিস লিদো দ্বীপের পালাৎসো দেল সিনেমা ভবনে এর উদ্বোধন হবে। এরপর থাকছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। এবারের আসরের অফিসিয়াল পোস্টারে ১৯৮১ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে হ্রদে একটি হাতির ছবি স্থান পেয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর উৎসব শেষ হবে। ৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি সিনেমা স্বর্ণসিংহ পুরস্কারের জন্য লড়বে। এছাড়া অফিসিয়াল সিলেকশনে আছে আরো কয়েকটি শাখা।

‘জোকার: ফোলি আ দোঁ’ সিনেমায় ওয়াকিন ফিনিক্স ও লেডি গাগা (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

‘মারিয়া’ সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: ফ্রিম্যান্টল)

মূল প্রতিযোগিতা
* দ্য রুম নেক্সট ডোর (পেদ্রো আলমোদোভার, স্পেন)
* ব্যাটেলগ্রাউন্ড (জিয়ান্নি আমেলিয়ো, ইতালি)
* অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম (জোরান ও লুদোভিক বুকের্মা, ফ্রান্স)
* দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বেট, যুক্তরাষ্ট্র)
* দ্য কোয়ায়েট সান (দেলফিন ও মুরিয়েল কুলাঁ, ফ্রান্স)
* ভেরমিলিয়ো (মাউরা দেলপেরো, ইতালি)
* সিসিলিয়ান লেটারস (ফাবিও গ্রাসাদোনিয়া ও আন্তোনিও পিয়াৎসা, ইতালি)
* কুইয়ার (লুকা গুয়াদানিনো, ইতালি)
* লাভ (দগ ইয়োহান হাউগেরু, নরওয়ে)
* এপ্রিল (ডেয়া কলামবেগাশভিলি, জর্জিয়া)
* দ্য অর্ডার (জাস্টিন কার্জেল, অস্ট্রেলিয়া)
* মারিয়া (পাবলো লারাইন, চিলি)
* থ্রি ফ্রেন্ডস (এমানুয়েল মুরে, ফ্রান্স)
* কিল দ্য জকি (লুইস অর্তেগা, আর্জেন্টিনা)
* জোকার: ফোলি আ দোঁ (টড ফিলিপস, যুক্তরাষ্ট্র)
* বেবিগার্ল (হালিনা রাইন, নেদারল্যান্ডস)
* আই’ম স্টিল হিয়ার (ওয়াল্টার সালেস, ব্রাজিল)
* দিভা ফুতুরা (জিউলিয়া লুইস স্টাইগারওয়াল্ট, ইতালি)
* হারভেস্ট (আথিনা র‌্যাচেল সাংগারি, গ্রিস)
* ইয়ুথ – হোমকামিং (ওয়াং বিং, চীন)
* স্ট্রেঞ্জার আইস (সিউ হুয়া ইয়েয়ো, সিঙ্গাপুর)

‘উলফস’ সিনেমায় ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি (ছবি: কলাম্বিয়া পিকচার্স)

‘বেবিগার্ল’ সিনেমায় নিকোল কিডম্যান ও হ্যারিস ডিকিনসন (ছবি: এ২৪)

প্রতিযোগিতার বাইরে (ফিকশন)
* বিটলজুস বিটলজুস (টিম বার্টন) উদ্বোধনী সিনেমা
* দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড (পুপি আভাতি, ইতালি)
* দ্য টাইম ইট টেকস (ফ্রান্সেসকা কমেনসিনি, ইতালি)
* ফান্টোসমিয়া (লাভ ডিয়াজ, ফিলিপাইন)
* মালদোরর (ফ্যাব্রিস দ্যু ভেলস, বেলজিয়াম)
* ব্রোকেন রেজ (তাকেশি কিতানো, জাপান)
* বেবি ইনভেশন (হারমোনি কোরিন, যুক্তরাষ্ট্র)
* ক্লাউড (কুরোসাওয়া কিয়োশি, জাপান)
* ফাইনালি (ক্লদ ল্যুলুশ, ফ্রান্স)
* উলফস (জন ওয়াটস, যুক্তরাষ্ট্র)
* ইফ আই মে চ্যাপ্টার টু (মার্কো বেল্লোক্কিও, ইতালি) শর্টফিল্ম
* অ্যান আরবান অ্যালেগোরি (আলিস রোরওয়াচার, জেআর; ইতালি) শর্টফিল্ম

‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমায় জুলিয়ান মুর ও টিল্ডা সুইনটন (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় আড্রিয়েন ব্রডি ও ফেলিসিটি জোন্স (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

প্রতিযোগিতার বাইরে (নন-ফিকশন)
* অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস (পেত্রা কস্তা, ব্রাজিল)
* বেস্টিয়ারিস, হারবারিয়া, লাপিডারিস (মাসিমো দানলফি, মার্তিনা পারেন্তি; ইতালি)
* হোয়াই ওয়ার (আমোস গিতাই, ইসরায়েল)
* ২০৭৩ (আসিফ কাপাডিয়া, যুক্তরাজ্য)
* ওয়ান টু ওয়ান: জন অ্যান্ড ইয়োকো (কেভিন ম্যাকডোনাল্ড, স্যাম রাইস-এডওয়ার্ডস; স্কটল্যান্ড)
* সেপারেটেড (এরোল মরিস, যুক্তরাষ্ট্র)
* ইসরায়েল প্যালেস্টাইন অন সুইডিশ টিভি ১৯৫৮-১৯৮৯ (ইয়োরান হুগো উলসন, সুইডেন)
* রাশানস অ্যাট ওয়ার (আনাস্তাসিয়া ট্রফিমোভা, রাশিয়া-কানাডা)
* থিংস উই সেইড টুডে (আন্দ্রেই উজিকা, রোমানিয়া)
* রিফেনস্টাল (আন্দ্রেস ফাইয়েল, জার্মানি)
* সংস অব স্লো বার্নিং আর্থ (ওলহা জাহিয়ের্বা, ইউক্রেন)

‘কুইয়ার’ সিনেমার দৃশ্য (ছবি: দ্য অ্যাপার্টমেন্ট পিকচার্স)

‘দ্য অর্ডার’ সিনেমায় জুড ল (ছবি: ভার্টিক্যাল)

প্রতিযোগিতার বাইরে (স্পেশাল স্ক্রিনিংস)
** লিওপার্দি. দ্য পোয়েট অব দ্য ইনফিনিটি (পার্ট ১ ও ২) — সার্জিও রুবিনি (ইতালি)
** মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড (২০০৩) — পিটার ওয়্যার (যুক্তরাষ্ট্র)
** বিউটি ইজ নট অ্যা সিন (শর্টফিল্ম) — নিকোলাস উইন্ডিং রেফন (ডেনমার্ক)

‘ডিসক্লেইমার’ সিরিজে কেট ব্ল্যানচেট (ছবি: অ্যাপল টিভি প্লাস)

প্রতিযোগিতার বাইরে (সিরিজ)
* ডিসক্লেইমার—অধ্যায় ১-৭ (আলফনসো কোয়ারন, মেক্সিকো)
* দ্য নিউ ইয়ারস—পর্ব ১-১০ (রদ্রিগো সরোগোয়েন দেল আমো, সান্দ্রা রোমেরো, দাভিদ মার্টিন দে লোস সান্তোস)
* ফ্যামিলিস লাইক আওয়ার্স—পর্ব ১-৭ (টমাস ভিন্টারবার্গ, ডেনমার্ক)
* এম–সান অব দ্য সেঞ্চুরি—পর্ব ১-৭ (জো রাইট, যুক্তরাজ্য)

হরাইজন্স
* নোনোস্তান্তে (ভালেরিও মাস্তান্দ্রেয়া, ইতালি) উদ্বোধনী সিনেমা
* কোয়ায়েট লাইফ (আলেক্সান্ড্রোস আভ্রানাস, গ্রিস)
* মাই এভরিথিং (আন-সোফি বায়ি, ফ্রান্স)
* আইশা (মেহেদি বরসোয়ুই, তিউনিসিয়া)
* হ্যাপি হলিডেস (এসকান্দার কোপতি, ফিলিস্তিন)
* ফ্যামিলিয়া (ফ্রান্সেসকো কস্তাবিলে, ইতালি)
* ওয়ান অব দোজ ডেজ হোয়েন হেমা ডাইস (মুরাত ফিরাতোগো, তুরস্ক)
* ফ্যামিলিয়ার টাচ (সারাহ ফ্রিডল্যান্ড, যুক্তরাষ্ট্র)
* মার্কো (গিয়োন গারানিয়ো, আইতর আরেগি; স্পেন)
* ক্যারিসা (জেসন জ্যাকবস, ডেভন ডেলমার; যুক্তরাষ্ট্র)
* উইশিং অন অ্যা স্টার (পেতার কেরেকিস, স্লোভাকিয়া)
* মিস্ট্রেস ডিসপেলার (এলিজাবেথ লো, হংকং)
* দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কেম (বোগদান মুরেশানু, রোমানিয়া)
* পূজা, স্যার (দীপক রাউনিয়ার, ভারত)
* অব ডগস অ্যান্ড মেন (দানি রোজেনবার্গ, ইসরায়েল)
* পেভমেন্টস (অ্যালেক্স রস পেরি,
* হ্যাপি এন্ড (নিয়ো সোরা, জাপান-যুক্তরাষ্ট্র)
* দ্য টাইস দ্যাট বাইন্ড আস (ক্যারিন তারদিয়ু, ফ্রান্স)
* নাইনটিন (জিওভান্নি তোরতোরিচি, ইতালি)

হরাইজন্স এক্সট্রা
** সেপ্টেম্বর ফাইভ (টিম ফেলবাম, সুইজারল্যান্ড) উদ্বোধনী সিনেমা
** ভিত্তোরিয়া (আলেসান্দ্রো ক্যাসিগোলি, ইতালি; ক্যাসি কাফম্যান, যুক্তরাষ্ট্র)
** দ্য মোহিকান (ফ্রেদেরিক ফারুচ্চি, ফ্রান্স)
** সিকিং হ্যাভেন ফর মিস্টার র‌্যাম্বো (খালেদ মনসুর, মিসর)
** দ্য স্টোরি অব ফ্রাঙ্ক অ্যান্ড নিনা (পাওলা রান্দি, ইতালি)
** শাহেদ—দ্য উইটনেস (নাদের সেইভার, ইরান)
** আফটার পার্টি (ভইতেশ স্ত্রাকাতি, চেক প্রজাতন্ত্র)
** এজ অব নাইট (তুর্কার সুয়ার, তুরস্ক)
** কিং আইভরি (জন শোয়াব, যুক্তরাষ্ট্র)

হরাইজন্স শর্টফিল্ম (প্রতিযোগিতা)
* অলমোস্ট সার্টেইনলি ফলস (জানসু বায়দার, তুরস্ক)
* শ্যাডোস (রান্দ বাইরুতি, জর্ডান)
* দ্য পাপেট অ্যান্ড দ্য হোয়েল (রবার্তো কাতানি, ইতালি)
* দ্য পয়জন ক্যাট (তিয়ান গুয়ান, চীন)
* আজার (এইতেফি জালালি, ইরান)
* থ্রি কিনিংস (অলিভার ম্যাকগোল্ডরিক, আয়ারল্যান্ড)
* মাই মাদার ইজ অ্যা কাউ (মোয়ারা পাসোনি, ব্রাজিল)
* রেনে গোজ টু ওয়ার (মারিয়াকিয়ারা পেরনিজা, লুকা ফেরি, মর্গ্যান মেনেগাৎসো; ইতালি)
* জেমস (আন্দ্রেস রদ্রিগে, গুয়াতেমালা)
* ও (রুনার রুনারসোন, আইসল্যান্ড)
* হু লাভস দ্য সান (আরশিয়া শাকিবা, কানাডা)
* মুন লেক (জিনি সুই ওয়ান্ডার্স, যুক্তরাষ্ট্র)
* মারিয়ন (জো ওয়াইল্যান্ড, কনস্ট্যান্টাইন ফিন; ফ্রান্স)

হরাইজন্স শর্টফিল্ম (প্রতিযোগিতার বাইরে)
* এফ টু–দ্য ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড (আলেসান্দ্রো রাকে, ইতালি)

ভেনিস ক্ল্যাসিকস (সিনেমা)
* দ্য বিগ হিট (১৯৫৩, ফ্রিৎজ ল্যান)
* বেন্ড অব দ্য রিভার (১৯৫২, অ্যান্টনি মান)
* ব্লাড অ্যান্ড স্যান্ড (১৯৪১, রুবেন মামুলিয়ান)
* এচ্চে বোম্বো (১৯৭৮, নান্নি মোরেত্তি)
* ফরবিডেন গেমস (১৯৫২, রেনে ক্লেমোঁ)
* ঘাটাশ্রদ্ধা (১৯৭৭, গিরিশ কাসারাভাল্লি)
* গোল্ডফ্লেকস (১৯৭৬, বের্নার শ্রোটার)
* দ্য গোল্ড অব নেপলস (১৯৫৪, ভিত্তোরিও দে সিকা)
* হিজ গার্ল ফ্রাইডে (১৯৪০, হাওয়ার্ড হোকস)
* দ্য আওয়ার অ্যান্ড টার্ন অব আউগুস্তো মাত্রাগা (১৯৬৫, রবার্তো সান্তোস)
* অল মিক্সড আপ (১৯৬৪, ইয়াসুজো মাসুমুরা)
* দ্য ম্যান হু লেফট হিজ উইল অন ফিল্ম (১৯৭০, নাগিসা ওশিমা)
* মডেল (১৯৮০, ফ্রেডেরিক ওয়াইজম্যান)
* দ্য নাইট (১৯৬১, মিকেলাঞ্জেলো আন্তোনিয়োনি)
* দ্য মহাভারত (১৯৮৯, পিটার ব্রুক)
* সফট স্কিন (১৯৬৪, ফ্রাঁসোয়া ত্রুফো)
* সোয়েফট অ্যাওয়ে…বাই অ্যান আনইউজুয়াল ডেস্টিনি ইন দ্য ব্লু সি অব অগাস্ট (১৯৭৪, লিনা বের্তমুলার)
* পুশার (১৯৯৬, নিকোলাস উইন্ডিং রেফন)

ভেনিস ক্ল্যাসিকস (সিনেমা বিষয়ক প্রামাণ্যচিত্র)
* মিয়াজাকি, স্পিরিট অব নেচার (লিও ফ্যাভিয়ের, ফ্রান্স)
* আই উইল রিভেঞ্জ দিস ওয়ার্ল্ড উইথ লাভ এস. পারাজানোভ (জারা জিয়ান, ফ্রান্স)
* দ্য সিনেমা অব জ্যঁ-পিয়ের লিয়োঁ (সিরিল ল্যুতি, ফ্রান্স)
* ফ্রম ডার্কনেস টু লাইট (মাইকেল লুরি, এরিক ফ্রিডলার; জার্মানি)
* কার্লো মাৎসাকুরাতি–অ্যা সার্টেইন আইডিয়া অব সিনেমা (এনসো মন্তেলেয়োনে, মারিও কানালে; ইতালি)
* চেইন রিঅ্যাকশন্স (আলেক্সান্ডার ফিলিপ, সুইজারল্যান্ড)
* মারুন রিটার্নস টু বেরুত (ফেইরুজ সেরহাল, লেবানন)
* ভোলোন্তে–দ্য ম্যান অব অ্যা থাউজেন্ড ফেসেস (ফ্রান্সেসকো জিপেল, ইতালি)
* পোর্টাবেলা কনস্টেলেশন (ক্লাউদিও জুলিয়ান, ইতালি)

বিয়েন্নালে কলেজ সিনেমা
* মাই বার্থডে (ক্রিস্টিয়ান ফিলিপ্পি, লিওনার্দো বারালদি; ইতালি)
* হানিমুন (জান্না অজের্না, দিমিত্রো সুখানোভ; ইউক্রেন)
* জানুয়ারি টু (জোফিয়া সিলাগি, দোরা চের্নাতয়েন, লিলি হোরভাত; হাঙ্গেরি)
* দ্য ফিশারম্যান (জোয়ি মার্টিনসন, কোফি আয়ুসু আফ্রিয়ে, কোরি জ্যাকসন; ঘানা)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ