Connect with us

টালিউড

নীরবতা ভাঙলেন জয়া, ‘এত মৃত্যু এত কান্না বাংলাদেশ বইবে কেমন করে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: ফেসবুক)

শিক্ষার্থীদের আন্দোলনে দেশ উত্তাল। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোবিজের অনেক তারকা রাজপথে নেমেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য জানিয়েছেন। সেই তালিকায় অবশেষে যুক্ত হলেন দুই বাংলার সফল অভিনেত্রী জয়া আহসান। নিজের অবস্থা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘দিশাহীন আমি, বোধহীন আমি, হতাশায় নিমজ্জিত আমি, নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা?’

গত ৩১ জুলাই দিবাগত রাতে ফেসবুকে জয়া শুরু করেছেন এভাবে, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে।’

জয়ার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীন দেশে গত কয়েকদিনে অনেক প্রাণ ঝরেছে। সেই প্রসঙ্গ টেনে জয়া লিখেছেন, ‘এত মৃত্যু, এত কান্না, আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশ বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা!’

জয়া আহসান (ছবি: ফেসবুক)

হঠাৎ দেশ উত্তাল হয়ে যাওয়ায় সবার মধ্যে উৎকণ্ঠা। কোন দিকে যাবে পরিস্থিতি কেউ জানে না। জয়ার লেখায় এলো সেই বিষয়, ‘কী এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?’

এরপর জয়া উল্লেখ করেছেন, ‘এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’

ফেসবুক স্ট্যাটাসের সবশেষ অংশে জয়ার প্রত্যাশা, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধুয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমারা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ