Connect with us

বলিউড

বঙ্গবন্ধুর মূর্তির অবমাননা দেখে কঙ্গনার প্রশ্ন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কঙ্গনা রনৌত (ছবি: এক্স)

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর আরো উত্তপ্ত হয় পরিস্থিতি। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গেছে। এর আগে সেই মূর্তির মাথায় একজন প্রস্রাব করে দেয়। এসব দেখে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, ‘এটাকেই কি প্রতিবাদ বলে?’

বঙ্গবন্ধুর মূর্তির ওপর প্রস্রাব করার ভিডিও ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর বাংলাদেশিরা প্রস্রাব করছে। অথচ তিনিই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা অর্জন করার পর তাঁকে হত্যা করা হয়। আমি বিস্মিত ভেবে, এই মানুষটার দোষ কী ছিলো! তার ওপর কেন প্রস্রাব করছে?’

কঙ্গনা রনৌত (ছবি: এক্স)

আরেকটি পোস্টে ৩৮ বছর বয়সী এই তারকা কটাক্ষ করেছেন, ‘কয়েকজনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে। প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরও তাদের প্রতিবাদ থামেনি বোধ হয়! এটাকেই কি প্রতিবাদ বলে? যারা পশুদের সঙ্গে এই কাজ করতে পারে, তারা আপনার সঙ্গে কী করবে ভাবুন।’

কঙ্গনা রনৌত (ছবি: এক্স)

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেন। তিনি ভারতকে নিরাপদ ভাবায় সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, ‘ইসলাম ধর্মাবলম্বী প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত হলো প্রকৃত মাতৃভূমি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে নিরাপদ মনে করেছেন জেনে আমরা সম্মানিত। যারা ভারতে থাকেন ও প্রশ্ন করেন কেন হিন্দুরাষ্ট্র, কেন রামরাজ্য? এই ঘটনাই হলো সেসবের জবাব।’

‘ইমার্জেন্সি’ সিনেমার পোস্টার (ছবি: জি স্টুডিওস)

এদিকে কঙ্গনা অভিনীত ও পরিচালিত ‘ইমার্জেন্সি’ নামের একটি নতুন সিনেমা মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর। এতে ভারতের সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ