বলিউড
দুই দিনেই ১০০ কোটি, ‘স্ত্রী টু’র নতুন যত রেকর্ড
প্রত্যাশাকে ছাপিয়ে গেছে ‘স্ত্রী টু’! দুই দিনেই ১০০ কোটি ১০ লাখ রুপি সংগ্রহ করে বক্স অফিসে ঝড় তুলেছে অমর কৌশিক পরিচালিত এই ভৌতিক-কমেডি সিনেমা। দ্রুততম সময়ে রুপির সেঞ্চুরি হাঁকানো হিন্দি সিনেমার তালিকায় ছয় নম্বরে স্থান করে নিয়েছে এটি।
প্রথম দিন টিকিট বিক্রি থেকে ৫৫ কোটি ৪০ লাখ রুপি পেয়েছে ‘স্ত্রী টু’। এর মাধ্যমে ‘পাঠান’, অ্যানিম্যাল’ ও ‘কেজিএফ টু’কে টপকে গেছে এটি। ‘স্ত্রী টু’তে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। দুই তারকার ক্যারিয়ারে কোনো সিনেমার মুক্তির প্রথম দিনে টিকিট বিক্রির সর্বোচ্চ রেকর্ড এটাই। আর ১০০ কোটি রুপির ঘর স্পর্শ করা ‘স্ত্রী টু’ শ্রদ্ধার সপ্তম, পরিচালক অমর কৌশিকের তৃতীয় (স্ত্রী, বালা, স্ত্রী টু) এবং রাজকুমারের দ্বিতীয় সিনেমা।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’কে নিয়ে খুব বেশি প্রত্যাশা না থাকলেও চমকপ্রদ ব্যবসায়িক সাফল্য পায়। ভৌতিক-কমেডি ধাঁচের ওই সিনেমার পরের পর্ব দেখতে উদগ্রীব ছিলেন দর্শকরা। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে এটি। ভারতের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু করে রাত ২টায় এর শো চালানো হচ্ছে। দ্বিতীয় দিন এসেছে ৩৫ মকোটি ৩০ লাখ রুপি।
ভারতের স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা, ভৌতিক-কমেডি ধাঁচের সিনেমা ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে প্রথম দিনে টিকিট বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এখন ‘স্ত্রী টু’র দখলে। ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনে সর্বকালের সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় চতুর্থ এবং একদিনে সর্বকালের সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় ১২তম স্থান পেয়েছে ‘স্ত্রী টু’।
দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে শীর্ষ ১০
১. জওয়ান (৬৪৩ কোটি ৮৭ লাখ রুপি, ২ দিন)। ২. অ্যানিম্যাল (৫৫৬ কোটি ৩৬ লাখ রুপি, ২ দিন)। ৩. পাঠান (৫৪৩ কোটি ৫ লাখ রুপি, ২ দিন)। ৪. কে.জি.এফ-চ্যাপ্টার টু (৪৩৪ কোটি ৭০ লাখ রুপি, ২ দিন)। ৫. টাইগার থ্রি (২৮৫ কোটি ৫২ লাখ রুপি, ২ দিন)। ৬. স্ত্রী টু (১০০ কোটি ১০ লাখ রুপি, ২ দিন)। ৭. গাদার টু (৫২৫ কোটি ৪৫ লাখ রুপি, ৩ দিন)। ৮. বাহুবলী টু-দ্য কনক্লুশন (৫১০ কোটি ৯৯ লাখ রুপি, ৩ দিন)। ৯. দঙ্গল (৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি, ৩ দিন)। ১০. সঞ্জু (৩৪২ কোটি ৫৩ লাখ রুপি, ৩ দিন)
একনজরে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি
১. জওয়ান (৭৫ কোটি রুপি)। ২. অ্যানিম্যাল (৬৩ কোটি ৮০ লাখ রুপি)। ৩. পাঠান (৫৭ কোটি রুপি)। ৪. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ৫. কে.জি.এফ: চ্যাপ্টার টু (৫৩ কোটি ৯৫ লাখ রুপি)। ৬. ওয়ার (৫৩ কোটি ৩৫ লাখ রুপি)। ৭. থাগস অব হিন্দোস্তান (৫২ কোটি ২৫ লাখ রুপি)। ৮. হ্যাপি নিউ ইয়ার (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)। ৯. টাইগার থ্রি (৪৪ কোটি ৫০ লাখ রুপি)। ১০. ভারত (৪২ কোটি ৩০ লাখ রুপি)
ভারতের স্বাধীনতা দিবসে টিকিট বিক্রিতে শীর্ষ ১০
১. গাদার টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ৩. এক থা টাইগার (৩২ কোটি ৯৩ লাখ রুপি)। ৪. সিংঘাম রিটার্নস (৩২ কোটি ৯ লাখ রুপি)। ৫. মিশন মঙ্গল (২৯ কোটি ১৬ লাখ রুপি)। ৬. গোল্ড (২৫ কোটি ২৫ লাখ রুপি)। ৭. ব্রাদার্স (২১ কোটি ৪৩ লাখ রুপি)। ৮. টয়লেট-এক প্রেম কথা (২০ কোটি রুপি)। ৯. চেন্নাই এক্সপ্রেস (১৯ কোটি ৬ লাখ রুপি)। ১০. সত্যমেভ জয়তে (১৯ কোটি ৫ লাখ রুপি)
রাজকুমার রাওয়ের ক্যারিয়ারসেরা প্রথম দিন
১. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. মিস্টার অ্যান্ড মিসেস মাহি (৬ কোটি ৮৫ লাখ রুপি)। ৩. স্ত্রী (৬ কোটি ৮২ লাখ রুপি)। ৪. জাজমেন্টাল হ্যায় কেয়া (৪ কোটি ৫০ লাখ রুপি)। ৫. রুহি (৩ কোটি ৬ লাখ রুপি)। ৬. এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা (২ কোটি ৯০ লাখ রুপি)। ৭. ডলি কি ডোলি (২ কোটি ৫৫ লাখ রুপি)। ৮. বেরেলি কি বরফি (২ কোটি ৪২ লাখ রুপি)। ৯. শ্রীকান্ত (২ কোটি ৪১ লাখ রুপি)। ১০. ফান্নে খান (২ কোটি ১৫ লাখ রুপি)
শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারসেরা প্রথম দিন
১. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. সাহো (২৪ কোটি ৪০ লাখ রুপি)। ৩. বাঘি থ্রি (১৭ কোটি রুপি)। ৪. এক ভিলেন (১৬ কোটি ৭২ লাখ রুপি)। ৫. তু ঝুঠি ম্যায় মাক্কার (১৫ কোটি ৭৩ লাখ রুপি)। ৬. এবিসিডি-অ্যানিবডি ক্যান ড্যান্স টু (১৪ কোটি ৩০ লাখ রুপি)। ৭. বাঘি (১১ কোটি ৯৪ লাখ রুপি)
বলিউডে একদিনে টিকিট বিক্রিতে শীর্ষ ১৫
১. জওয়ান (৮০ কোটি ১০ লাখ রুপি, চতুর্থ দিন)। ২. জওয়ান (৭৭ কোটি ৮৩ লাখ রুপি, তৃতীয় দিন)। ৩. জওয়ান (৭৫ কোটি রুপি, প্রথম দিন)। ৪. অ্যানিম্যাল (৭০ কোটি ৬৯ লাখ রুপি, তৃতীয় দিন)। ৫. পাঠান (৭০ কোটি ৫০ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ৬. অ্যানিম্যাল (৬৭ কোটি ২৭ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ৭. অ্যানিম্যাল (৬৩ কোটি ৮০ লাখ রুপি, প্রথম দিন)। ৮. পাঠান (৬০ কোটি ৭৫ লাখ রুপি, পঞ্চম দিন)। ৯. টাইগার থ্রি (৫৯ কোটি ২৫ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ১০. পাঠান (৫৭ কোটি রুপি, প্রথম দিন)। ১১. গাদার টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি, পঞ্চম দিন)। ১২. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি, প্রথম দিন)। ১৩. কে.জি.এফ-চ্যাপ্টার টু (৫৩ কোটি ৯৫ লাখ রুপি, প্রথম দিন)। ১৪. ওয়ার (৫৩ কোটি ৩৫ লাখ রুপি, প্রথম দিন)। ১৫. পাঠান (৫৩ কোটি ২৫ লাখ রুপি, প্রথম দিন)
প্রথম দিনে শুধু ভারতের বক্স অফিসেই রেকর্ড ভাঙেনি, বিদেশেও দাপট দেখাচ্ছে ‘স্ত্রী টু’। অস্ট্রেলিয়ায় ৫০ লাখ ২৭ হাজার রুপি (৭৬টি প্রেক্ষাগৃহ), নিউজিল্যান্ডে ১১ লাখ ৯২ হাজার (২৫টি প্রেক্ষাগৃহ), যুক্তরাজ্যে ৫৫ লাখ ২৮ হাজার (৯৭টি প্রেক্ষাগৃহ), যুক্তরাষ্ট্রে ২ কোটি ২৫ লাখ (৪৮৮টি প্রেক্ষাগৃহ) ও কানাডায় ৯৮ লাখ ৯৩ হাজার রুপি (৪৯টি প্রেক্ষাগৃহ) টিকিট বিক্রি থেকে পেয়েছে এই সিনেমা।
‘স্ত্রী টু’র চিত্রনাট্য লিখেছেন নিরেন ভাট। এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপরশক্তি খুরানা ও অভিষেক ব্যানার্জি। অতিথি চরিত্রে আছেন অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ান। একটি গানে নেচেছেন তামান্না ভাটিয়া।
ম্যাডক ফিল্মস প্রযোজিত ভৌতিক-কমেডি ইউনিভার্সের অংশ ‘স্ত্রী’ ও ‘স্ত্রী টু’। একই ইউনিভার্সের অন্য দুই সিনেমা ‘ভেড়িয়া’ (২০২২) ও ‘মুনজিয়া’ (২০২৪)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস