Connect with us

ওটিটি

তৌসিফ-ফারিণকে নিয়ে ভিকির ‘চক্র’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, ভিকি জাহেদ (ছবি: ফেসবুক)

আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘চক্র’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসফিয়া ফারিণ।

‘চক্র’র গল্প একটি নির্মম সত্যি ঘটনায় অনুপ্রাণিত। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহে রেললাইনে একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যার সেই ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। তারা আদম পাচারের সঙ্গে জড়িত ছিলো বলে ধারণা করা হয়। তাদের মতোই হতভাগা একটি পরিবারের গল্প থাকছে ‘চক্র’তে।

‘চক্র’র পোস্টার (ছবি: আইস্ক্রিন)

সোশ্যাল মিডিয়ায় ‘চক্র’র প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। তারা লিখে দিয়েছেন, ‘এই অসীম চক্রের শেষ কোথায়? উত্তর জানা যাবে খুব শিগগিরই।’

 ‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

নতুন ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রুহান, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ইহতিশাম আহমেদ টিংকু, সালাম খান তরুণ ও আখতার হোসেন।

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে ‘চক্র’র শুটিং হয়েছে। প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য ১০ পর্ব রাখার চিন্তা আছে পরিচালকের। তবে ২-১ পর্ব কমতে পারে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ