ঢালিউড
বিপিএলে শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’

ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করেছেন শাকিব খান (ছবি: ফেসবুক)
ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজের দল নিয়ে ক্রিকেট মাঠে হাজির হচ্ছেন। ১১তম বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) থাকছে তার নতুন দল ঢাকা ক্যাপিটালস। দর্শকদের রায়ে ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি চূড়ান্ত করা হয়েছে।
কসমেটিকস ও হোম কেয়ার পণ্য বাজারজাতকরণ প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব। ঢাকা ক্যাপিটালস মূলত এই প্রতিষ্ঠান দেখভাল করবে। আজ (২ অক্টোবর) ঢাকার গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে বিপিএলের নতুন দলটির লোগো উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মামনুন ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ।
চলতি বছরের ডিসেম্বরে বিপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সামনে এই তথ্য নিশ্চিত করেন।
শাকিব জানিয়েছেন, বিপিএলে দলের নাম চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হয়। এতে দেশ-বিদেশ থেকে অনেকে সাড়া দিয়েছেন। এজন্য তিনি উচ্ছ্বসিত। দর্শকদের মতামতের ভিত্তিতেই দলের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বলিউড সুপারস্টার শাহরুখ খান ছাড়াও অভিনেত্রী প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির বিভিন্ন দল রয়েছে। এর অংশ হিসেবে তাদের গ্যালারি ও মাঠে দেখা যায় তাদের। একইভাবে শাকিবকে বিপিএল চলাকালীন গ্যালারিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস