ওটিটি
বহু বাধা পেরিয়ে ‘চক্র’ কবে মুক্তি পাচ্ছে জানা গেলো
অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে অন্যরকম দুটি চরিত্রে পাওয়া যাবে। ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘চক্র’তে অভিনয় করেছেন তারা। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ অক্টোবর বিকেল তিনটায়।
আজ (৫ অক্টোবর) দুপুরে চ্যানেল আইয়ের ছাদবারান্দায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ‘চক্র’র কলাকুশলীদের পাশাপাশি ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইস্পাহানি টি-লিমিটেডের মহাব্যাবস্থাপক ওমর হান্নান।
২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহে রেললাইনে একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যার খবরে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। সেই সত্যি ঘটনার ছায়া অবলম্বনে ‘চক্র’র চিত্রনাট্য তৈরি হয়েছে।
‘চক্র’ ওয়েব সিরিজ প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘২০০৭ সালে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন ওই পরিবারের পরিণতি একেকভাবে ভেবে নিয়েছিলেন। সেই গল্পের সঙ্গে মিল রেখে আমাদের জায়গা থেকে কাল্পনিক থ্রিলারধর্মী একটি গল্প এই ওয়েব সিরিজে দেখানোর চেষ্টা করেছি।’
ভিকি জাহেদ জানান, ‘চক্র’র শুটিং শুরু হয়েছিলো প্রায় আড়াই বছর আগে। এরপর পদে পদে শুরু হয় রহস্যময় ও ব্যাখ্যাতীত বাধা! এ কারণে কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। বিভিন্ন কারণে টানা শুটিং করা সম্ভব হয়নি। তার কথায়, ‘ওয়েব সিরিজটির কাজ চলাকালে কয়েকজন সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরুর পর চিত্রগ্রাহক জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম। কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত এতো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধহয় আর নেই। এসব ধাক্কা সামলে উঠতে খুব কষ্ট হয়েছে আমার। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি। বহু বাধা পেরিয়ে ওয়েব সিরিজটি আলোর মুখ দেখতে চলেছে।’
অভিনেত্রী ফারিণ বলেন, ‘এই ওয়েব সিরিজের শুটিংয়ের সময় যতো বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছি, আমার আর কোনো কাজের বেলায় এমন হয়নি।’
পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে ‘চক্র’র শুটিং হয়েছে। নতুন ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রুহান, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ইহতিশাম আহমেদ টিংকু, সালাম খান তরুণ ও আখতার হোসেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস