Connect with us

ছবি ও কথা

শুরুর আগেই বিপিএলে শাকিব উন্মাদনা

ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে থাকছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের দল ঢাকা ক্যাপিটালস। ফলে ক্রিকেট মাঠে দেখা যাবে বড় পর্দার এই তারকাকে। গতকাল (১৪ অক্টোবর) সকালে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে শাকিবকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়ে। বিপিএলে তিনি হয়ে উঠেছেন বাড়তি আকর্ষণ। ছবিতে দেখুন তার বিভিন্ন মুহূর্ত।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ক্রিকেটের সঙ্গে জড়াতে পেরে বেশ আনন্দিত শাকিব খান।

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে শাকিব খান ও মামনুন ইমন।

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের মাঝে শাকিব খান ও মামনুন ইমন।

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের সঞ্চালক কাজী সাবির ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশে শাকিব খান।

শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে খেলবেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মো. মুকিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মো. আসিফ হাসান মিতুল ও শাহাদাত হোসেন দিপু। বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, অস্ট্রেলিয়ার স্টিফেন এসকিনেজি, পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের আমির হামজা।

শুরুর আগেই বিপিএল জমে উঠেছে শাকিব উন্মাদনায়!

বিপিএলে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার জীবনের একটা নতুন অধ্যায়ের পথচলা শুরু হলো। সবসময় আমার স্বপ্ন ছিল সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে যুক্ত করা যায়। আমরা সবাই জানি, সিনেমা হচ্ছে থ্রিল ও রোমাঞ্চে ভরপুর। আর ক্রিকেট মাঠে আছে এক্সাইটমেন্ট। এই দুই মহাশক্তি একসঙ্গে হলে মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য, যার আভাস এবার যখন আমাদের দলের নাম ঘোষণা করেছি তখনই পেয়েছি।’

বিপিএল ড্রাফট শেষে বক্তব্যের শেষ অংশে শাকিব বলেন, ‘এবার বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলকে আমাদের ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে শুভকামনা থাকলো। প্রতিটি দলই চমৎকারভাবে নিজেদের সাজানোর চেষ্টা করছে। আমি ও আমরা আশা করছি, এবারের মাঠের লড়াইটা জমবে।’

বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে মামনুন ইমন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ