Connect with us

গান বাজনা

‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সং

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের কণ্ঠশিল্পীরা (ছবি: ফেসবুক)

‘তুমি অবিচল দৃঢ প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু/বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু/পেরিয়ে সকল অপশক্তি, শত সহস্র বাধা/পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা’– পদ্মা সেতু নিয়ে অফিসিয়াল থিম সংয়ের কথা এগুলো। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর এটি বাজানো হবে।

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সং

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের কণ্ঠশিল্পীরা (ছবি: ইমরান মাহমুদুল)

গানটি গেয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের ১০ শিল্পী। তারা হলেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, নিশিতা বড়ুয়া ও কিশোর দাশ।

দিলশাদ নাহার কনা

পদ্মা সেতুর সামনে দিলশাদ নাহার কনা (ছবি: ফেসবুক)

সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার (১২ জুন) গানটির ভিডিও ধারণ করা হলো পদ্মা সেতুতে। এর কথা লিখেছেন গীতিকবি কবির বকুল। তার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়েছে।

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সং

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পীরা (ছবি: ফেসবুক)

পদ্মা সেতু গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতির সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ